একগুচ্ছ রিমেক ফিল্ম মুক্তি পাওয়ার তালিকায় রয়েছে বলিউডে, কোনগুলি জানেন?
1/8গত কয়েক বছরে রিমেক ছবির সংখ্যা খানিকটা বেড়েছে। যে কোনও দেশের বা ভাষার ছবি বলিউডে বহুবার নির্মিত হয়েছে, যা দর্শকদও বেশ পছন্দ করেছে। এই ধারা আগামী সময়ে থামবে বলে মনে হচ্ছে না এবং বর্তমানে কিছু রিমেক ছবি মুক্তির জন্য প্রস্তুত। এই তালিকায়, এই বছর মুক্তি পেতে পারে এমন কিছু সিনেমার কথা বলা যাক-
2/8লাল সিং চাড্ডা- আমির খান এবং করিনা কাপুর খান অভিনীত আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’। পরিচালনায় অদ্বৈত চন্দন। আগামী ১১ আগস্ট বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। ছবির প্রথম গান ‘কাহানি’ সম্প্রতি মুক্তি পেয়েছে। টম হ্যাঙ্কসের কালজয়ী ছবি ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক এই ছবি।
3/8বিক্রম বেদা- আর মাধবন এবং বিজয় সেতুপতিকে তামিল সিনেমা 'বিক্রম বেদা'-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে। অন্যদিকে, এই ছবির রিমেকে মুখ্য ভূমিকায় থাকবেন সইফ আলি খান, হৃতিক রোশন এবং রাধিকা আপ্তে। ছবিটি চলতি বছর ২০ সেপ্টেম্বর মুক্তি পাবে।
4/8সেলফি- একই ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার এবং ইমরান হাসমি। প্রযোজনায় করণ জোহর। নাম ‘সেলফি’। প্রযোজনা সংস্থার তরফে ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির টিজারও। পরিচালনায় 'গুড নিউজ' পরিচালক রাজ মেহতা। ছবিতে অক্ষয়, ইমরান ছাড়া আরও অভিনয় করবেন করিনা কাপুর খান, দিলজিৎ দোসাঞ্জ এবং কিয়ারা আডবানি। ২০১৯ সালে মালায়লম ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’এর রিমেক হতে চলেছে এই ছবি।
5/8শেহজাদা- কার্তিক আরিয়ানকে ‘শেহজাদা’ ছবিতে কৃতি শ্যননের বিপরীতে দেখা যাবে, যা সুপারহিট তেলুগু ছবি ‘আলা বৈকুণ্থাপুরামলো’-এর রিমেক। তেলুগু ছবিতে আল্লু অর্জুন এবং পূজা হেগড়ে অভিনয় করেছিলেন। চলতি বছর ৪ নভেম্বর সিনেমাহলে মুক্তি পাবে ‘শেহজাদা’।
6/8মিলি- বলিউডে জাহ্নবী কাপুর নিজেই রিমেক ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন। ‘ধড়ক’ ফিল্মটি মারাঠি ছবি ‘সাইরাত’-এর রিমেক ছিল। জাহ্নবীকে শীঘ্রই ‘মিলি’ ছবিতে দেখা যাবে, যেটি মালায়ালাম ছবি ‘হেলেন’-এর রিমেক।
7/8মুম্বাইকার- বিক্রান্ত মাসি, বিজয় সেতুপতি, তানিয়া মানিকতালা অভিনীত ছবি ‘মুম্বাইকর’। ২০২২ সালেই মুক্তি পাবে এই ছবি। ‘মুম্বাইকার’ হল সুপারহিট তামিল ছবি ‘মানোরা’ এর রিমেক, যা ২০১৭ সালে মুক্তি পেয়েছিল।
8/8হিট- তেলুগু ছবি হিট-এর রিমেক তৈরি হচ্ছে হিন্দিতে। যেখানে রাজকুমার রাও এবং সানিয়া মালহোত্রাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। বিশ্বক সেন এবং রুহানি শর্মা আসল হিট-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন।