শনিবার দিনটি শনিদেবকে উৎসর্গ করা হয়। শনিবারে শনি সংক্রান্ত প্রতিকার করা শুভ বলে মনে করা হয়। আগামী শনিবার থেকে কোন কোন রাশির ক্ষেত্রে শুভ সময়ের সূচনা হবে?
1/7আষাঢ় মাসের প্রথম শনিবার হল ১৮ জুন। এমনিতেই শনিবার দিনটি জ্যোতিষের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কারণ এদিন শনিদেবের পুজো হয়। কিন্তু আষাঢ়ের প্রথম শনিবার এক্ষেত্রে আরও বেশি করে গুরুত্বপূর্ণ।
2/7বর্তমানে পাঁচটি রাশি শনি মহাদশায় ভুগছে। এমন পরিস্থিতিতে ১৮ জুন, শনিবার এই জাতক-জাতিকাদের জন্য একটি বিশেষ দিন। কর্কট ও বৃশ্চিক রাশির জাতকদের জন্য শনির ধাইয়া চলছে এবং ধনু, মকর ও মীন রাশির জাতকদের জন্য শনির অর্ধশতকাল চলছে।
3/7আষাঢ় মাসে শনিদেবের পূজা: ১৫ জুন, বুধবার থেকে আষাঢ় মাস শুরু হয়েছে। শনিদেবের পূজার জন্য আষাঢ় মাস শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। এমনটা বিশ্বাস করা হয় যে আষাঢ় মাসে নিয়ম ও অনুশাসন মেনে চললে শনিদেব প্রসন্ন হন এবং শুভ ফল দান করেন।
4/7আষাঢ় মাসের প্রথম শনিবারটি হবে পঞ্চমী তিথি ও শ্রাবণ নক্ষত্র। শনিদেব স্বয়ং শ্রাবণ নক্ষত্রের অধিপতি। এই দিন কুম্ভ রাশিতে শনিদেব যোগাযোগ করবেন। চাঁদ মকর রাশিতে বসে থাকবে।শনিদেব কুম্ভ ও মকর রাশির অধিপতি।
5/7এই পরিস্থিতি শনিদেবকে খুশি করার জন্য একটি শুভ সময়কাল তৈরি করছে। শনিদেবের কৃপা পেতে কী কী করবেন?
6/7এই শনিবার শনি মন্দিরে শনি চালিসা পাঠ করা উচিত বলে বিশ্বাস করা হয়। এটি করলে শনিদেব প্রসন্ন হন।
7/7এদিন অশ্বত্থ গাছে জল নিবেদনের সঙ্গে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে। শনি সংক্রান্ত জিনিস দান করতে হবে। আষাঢ় মাসে একটি কালো ছাতা দান করা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়।