'RSS-র লোক' থেকে দিলীপের ঘনিষ্ঠ - একনজরে বঙ্গ বিজেপির নয়া সভাপতি সুকান্ত মজুমদার Updated: 20 Sep 2021, 09:41 PM IST Ayan Das বাংলার বিজেপির নয়া সভাপতি নির্বাচিত হলেন সুকান্ত মজুমদার। যিনি বালুরঘাটের সাংসদ। একনজরে দেখে নিন সুকান্তের বিষয়ে - 1/5২০১৯ সালের লোকসভা ভোটে বালুরঘাট থেকে বিজেপির থেকে জেতেন সুকান্ত মজুমদার। (ফাইল ছবি, সৌজন্য টুইটার @DrSukantaMajum1) 2/5বিজেপিতে তুলনামূলতভাবে দীর্ঘদিনের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে (আরএসএস) ছিলেন সুকান্ত মজুমদার। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক) 3/5বিজেপির অন্দরে মিশুকে, শিক্ষিত মুখ হিসেবে পরিচিত সুকান্ত। তাঁর ডক্টরেট ডিগ্রি আছে। পেশায় তিনি অধ্যাপক। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক) 4/5রাজ্য বিজেপির অন্দরে দিলীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন সুকান্ত। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক) 5/5জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ উপ-নির্বাচনেও সুকান্তকে বাড়তি দেওয়া হয়েছে। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে