বলিউডের এই নায়িকারা তরুণ বয়সেই কোটি কোটি টাকা উপার্জন করে ফেলেছেন।
1/6হাতে গোনা সিনেমায় কাজ করেছেন, বয়স পেরোয়নি ৩০-র কোঠা। কিন্তু দু'হাতে রোগজার করছেন এই স্টার কিডরা। মোটা টাকা পারিশ্রমিক নিচ্ছেন এক-একটি ছবিতে অভিনয় করার জন্য। চলুন দেখে নেই বলিউডের এই ‘কুইন’দের রোজগার।
2/6ব্যর্থতার থেকে সাফল্যই বেশি আলিয়ার ঝুলিতে। তাই রোজগারও করেন দু'হাতে। ২০১২ সালে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করা আলিয়া সঞ্জয় লীলা বনশালির থেকে 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-এর জন্য ২০ কোটি টাকা নিয়েছেন।
3/6২০১৮ সালে 'ধড়ক' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হওয়া অভিনেত্রী জাহ্নবী কাপুরের ফ্যান ফলোইং যে কারও মনে ইর্ষা জোগাতে পারে।শ্রীদেবী ও বনি কাপুরের ২৪ বছর বয়সী মেয়ে জাহ্নবী কাপুর একটি ছবির জন্য ৫-৭ কোটি টাকা নেন।
4/6বয়সে জাহ্নবীর থেকেও ছোট অনন্যা। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ দিয়ে বলি-ডেবিউ। শীঘ্রই তাঁকে দেখা যাওয়ার কথা শীঘ্রই দীপিকা পাড়ুকোন এবং সিদ্ধান্ত চতুর্বেদীর সাথে 'গেহরাইয়া'-তে। প্রতিটি সিনেমার জন্য অনন্যা ২-৩ কোটি নিয়ে থাকেন।
5/6২৯ বছর বয়সী সারা আলি খান ২০১৮ সালে 'কেদারনাথ' ছবিতে প্রথম অভিনয় করেন। সারাকে সম্প্রতি ‘আতরঙ্গি রে’ ছবিতে দেখা গিয়েছে ধনুশ ও অক্ষয় কুমারের সাথে। ছবিটি দর্শক এবং সমালোচকদের থেকে খুব প্রশংসা পেয়েছে। জানা যায়, একটি ছবির জন্য সারা বর্তমানে পারিশ্রমিক নেন ৫-৭ কোটি টাকা।
6/6'মরজাওয়া' এবং 'তড়প'-এর মতো ছবিতে অভিনয় করেছেন তারা সুতারিয়া। শীঘ্রই ‘হিরোপান্তি ২’-এ দেখা যাবে তাঁকে। ২৬ বছর বয়সী তারা সুতারিয়া একটি ছবির জন্য ১-২ কোটি টাকা।