চলতি বছর বলিউডের একাধিক জনপ্রিয় অন-স্ক্রিন তারকা জুটি ফিরছে পর্দায়। রইল সেই তালিকা।
1/5শাহরুখ খান - দীপিকা পাড়ুকোন: 'ওম শান্তি ওম' ছবির সুবাদে ২০০৭ সালে বলিপাড়ায় পা রেখেছিলেন দীপিকা পাড়ুকোন। বিপরীতে ছিলেন শাহরুখ খান। অচিরেই জনপ্রিয় হয়ে উঠতে সময় লাগেনি এই জুটির। এরপর 'চেন্নাই এক্সপ্রেস', 'হ্যাপি নিউ ইয়ার' এর মতো ছবিতেও ফের হাজির হয়েছিলেন তাঁরা। চলতি বছর 'পাঠান' ছবিতে জুটি বেঁধে আরও একবার পর্দায় হাজির হচ্ছেন শাহরুখ-দীপিকা। (ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস)
2/5আমির খান- করিনা কাপুর: ২০০৯ সালে পর্দায় প্রথমবার এই জুটি হাজির হয়েছিল। সৌজন্যে। 'থ্রি ইডিয়টস'। প্রায় কাল্ট পর্যায়ে উঠে যাওয়া সেই ছবির পর এই জুটিকে ফের দেখা গিয়েছিল সাইকোলজিক্যাল থ্রিলার 'তালাশ'-এ। চলতি বছর ফের একবার 'লাল সিং চাড্ডা' ছবির সুবাদে অন-স্ক্রিন হাজির হচ্ছেন বলিউডের অন্যতম প্রিয় জুটি। অদ্বৈত চন্দন পরিচালিত এই ছবি আদতে টম হ্যাঙ্কস অভিনীত বিখ্যাত হলিউড ছবি 'ফরেস্ট গাম্প'এর হিন্দি রিমেক।
3/5অক্ষয় কুমার- ভূমি পেদনেকর: 'টয়লেট: এক প্রেম কথা' ছবিতে প্রথমবার একসঙ্গে হাজির হয়েই দর্শকদের মন জয় করেছিলেন অক্ষয় কুমার এবং ভূমি পেদনেকর। সেই ২০১৭-র পর ফের একবার চলতি বছর পর্দায় দেখা দেবে এই জুটি। সৌজন্যে, আনন্দ এল রাইয়ের 'রক্ষা বন্ধন'।
4/5কার্তিক আরিয়ান- কৃতি শ্যানন : ২০১৯ সালে মুক্তি পেয়েছিল 'লুকাছুপি। এই ছবিতেই প্রথমবার জুটি বেঁধে দর্শকদের প্রিয় হয়ে উঠেছিলেন কৃতি এবং কার্তিক। তেলেগু ছবি 'আলা বৈকুন্ঠপুরামুলু' এর এই হিন্দি রিমেকটিও তার মূল ছবির মতোই দর্শকদের তারিফ পেতে সক্ষম হয়েছিল। সম্প্রতি, দিল্লিতে একসঙ্গে শ্যুটিং সারতে দেখা গেছে এই জুটিকে। শোনা যাচ্ছে, চলতি বছর 'শাহজাদা' ছবিতে নাকি ফের দেখা যাবে এই জুটিকে।
5/5টাইগার শ্রফ-কৃতি শ্যানন: চলতি বছরই নিজের প্রথম ছবি 'হিরোপান্তি'র নায়ক টাইগার শ্রফের সঙ্গে ফের জুটি বাঁধতে দেখা যাবে কৃতি শ্যানন-কে। সেই প্রথম ছবিতেই তাঁদের জুটি ভারি পছন্দ করেছিল দর্শককুল। তাই চলতি বছর বিকাশ বেহল পরিচালিত 'গণপত' ছবিতে এই জুটির আসার খবর পেয়ে স্বভাবতই আগ্রহ রয়েছে দর্শকের।