Petrol-Diesel Price in Kolkata: কেন্দ্রীয় সরকারের তরফে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা করা হয়েছে গতকালই। শনিবার সন্ধ্যায় দেশে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। জানান পেট্রোলের দাম লিটারে কমতে চলেছে ১০ টাকা। ডিজেল কমবে ৭ টাকা। আজ থেকেই এই নয়া হারে পেট্রল ও ডিজেল বিকোচ্ছে রাজ্যে। একনজরে দেখে নিন রাজ্যের কোথায় কততে বিকোচ্ছে পেট্রল-ডিজেল:
1/4আলিপুরদুয়ারে আজ পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.৫৪ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯২.২৩ টকায়। বাঁকুড়া পেট্রলের দাম ১০৬.২৯ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯৩.০১ টাকা। বীরভূমে পেট্রলের দাম ১০৬.৬১ টাকা, ডিজেল ৯৩.৩১ টাকা। কোচবিহারে পেট্রল বিকোচ্ছে ১০৬.৯৯ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৬৬ টাকায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে পেট্রল বিকোচ্ছে ১০৬.০৩ এবং ১০৬.৩২ টাকায়। এই দুই জেলায় ডিজেল বিকোচ্ছে যথাক্রমে ৯৩.৪৮ এবং ৯৩.০৪ টাকায়।(ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (Utpal Sarkar)
3/4কলকাতায় আজ পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.০৩ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯২.৭৬ টকায়। কালিম্পঙে পেট্রলের দাম ১০৫.৯৬ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৬৯ টাকা। হাওড়ায় পেট্রলের দাম ১০৬.৪২ টাকা, ডিজেল ৯৩.১২ টাকা। মুর্শিদাবাদে পেট্রল বিকোচ্ছে ১০৭.১২ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৭৮ টাকায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পেট্রল বিকোচ্ছে ১০৬.০৩ টাকায় এবং ডিজেল বিকোচ্ছে ৯২.৭৬ টাকা করে। (ছবিটি প্রতীকী - এএনআই) (Utpal Sarkar)
4/4আজ নদিয়ায় পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৭.২৩ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯৩.৮৮ টকায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পেট্রলের দাম যথাক্রমে ১০৫.৫৯ ও ১০৬.৫০ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.১৩ এবং ৯৩.১৬ টাকা। পূর্ব ও পশঅচিম বর্ধমানে পেট্রলের দাম যথাক্রমে ১০৬.৫৮ এবং ১০৬.৪০ টাকা, ডিজেল ৯৩.২৮ এবং ৯৩.১১ টাকা। পুরুলিয়ায় পেট্রল বিকোচ্ছে ১০৭.৩৯ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৪.০৩ টাকায়। (Utpal Sarkar)