Fuel Price Hike: মধ্যবিত্তের মাথায় বাড়ি! ফের আগুন জ্বালানির দরে, বাউন্ডারি মারবে পেট্রল-ডিজেল
Updated: 18 May 2022, 08:16 AM IST Abhijit Chowdhury 18 May 2022 fuel price hike, petrol price hike, diesel prices, petrol, diesel, bangla news, বাংলা খবর, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পেট্রলের দাম বৃদ্ধি, ডিজেলের দাম বৃদ্ধি, পেট্রল ডিজেলের দামFuel Price Hike: গতকালই প্রকাশিত হয়েছে দেশের পাইকারি মূল্যস্ফীতির হার। গত মার্চ মাসে পাইকারি মূল্য-ভিত্তিক মূল্যস্ফীতির হার ছিল ১৪.৫৫%। আর এপ্রিল মাসে সেই হার বেড়ে হয়েছে ১৫.০৮%। এই আবহে মূল্যস্ফীতির কবলে পড়া সাধারণ মানুষের জন্য আরও একটি দুঃসংবাদ অপেক্ষা করে আছে। আগামী দিনে ফের বাড়তে পারে পেট্রল-ডিজেলের দাম। সরকারি একটি সূত্র বিজনেস টুডে টিভিকে এই তথ্য জানিয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি