বাংলা নিউজ > ছবিঘর > G20 Decoration Theft in Delhi: G20 সম্মেলনে পোয়া বারো দিল্লির ছিঁচকে চোরদের, কাজ বেড়েছে কর্তাদের

G20 Decoration Theft in Delhi: G20 সম্মেলনে পোয়া বারো দিল্লির ছিঁচকে চোরদের, কাজ বেড়েছে কর্তাদের

জি২০ গোষ্ঠীর শীর্ষ সম্মেলনের লক্ষ্যে দিল্লির বিভিন্ন প্রান্ত সাজিয়ে তোলা হয়েছে। রাজধানী জুড়ে বহু জায়গায় ঝরনা থেকে শুরু করে লাইটিং বসানো হয়েছে। আর এই সব সাজসজ্জায় পোয়া বারো দিল্লির ছিঁচকে চোরদের। সুযোগ পেলেই বিভিন্ন জায়গা থেকে লাইটিং বা ঝরনার যন্ত্রাংশ চুরি করে নিয়ে যাচ্ছে চোররা।