স্টার জলসার পর্দা কাঁপাচ্ছেন এই খুদে। নেগেটিভ শেডের চরিত্রে তাঁর সাবলীল অভিনয় সবার মন জয় করে নিয়েছে। কে বলুন তো এই বাচ্চা মেয়েটা?
1/7ফোলা গাল, গায়ের রং ধপধপে ফর্সা। মুখের হাসিটা অবিকল একইরকম আছে। ছোটবেলার ছবি দেখে চিনতে পারছেন এই টেলি অভিনেত্রীকে?
2/7হ্যাঁ, এই মিষ্টি বাচ্চা আর কেউ নন, ‘গাঁটছড়া’ ধারাবাহিকের দ্যুতি মানে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। (ছবি-ইনস্টাগ্রাম)
3/7এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘গাঁটছড়া’। আর এই ধারাবাহিকে নেগেটিভ শেডের চরিত্রেই দেখা যাচ্ছে শ্রীমাকে। ছোট বোন খড়ির উপর প্রচণ্ড হিংসে তাঁর। যেন তেন প্রকারেন সিং রায় বাড়ির বউ হওয়াই ছিল তাঁর লক্ষ্য। এর জন্য প্রেগন্যান্সির মিথ্যা নাটক থেকেও পিছিয়ে আসেননি সে। । (ছবি-ইনস্টাগ্রাম)
4/7বয়স সবে ২৫, তবে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে প্রায় ৭ বছর কাটিয়ে ফেলেছেন শ্রীমা। ‘নাগলীলা’ দিয়ে শুরু হয়েছিল শ্রীমার অভিনয় কেরিয়ার। ‘জামাই রাজা’ সিরিয়ালের সুবাদে চর্চায় উঠে আসেন।
5/7শ্রীমার ব্যক্তিগত জীবনও হামেশা থাকে চর্চায়। অভিনেতা গৌরব চৌধুরীর সঙ্গে মাস কয়েকের মধ্যেই ভেঙেছে প্রেম। এখন ইতিউতি কান পাতলেই শোনা যায় ক্রিকেটার কনিষ্ক শেঠের সঙ্গে প্রেম করছেন শ্রীমা।
6/7যদিও শ্রীমা জানিয়েছেন তাঁরা শুধুই বন্ধু। মাস কয়েক আগেই শ্রীমার জন্মদিনের ঘরোয়া পার্টিতে একসঙ্গে লেন্সবন্দি হয়েছিলেন দুজনে।
7/7শ্রীমার সৌন্দর্য লক্ষ পুরুষের ধুকপুকানি বাড়িয়ে দেয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ৭ লক্ষ ছুঁইছুঁই। দ্যুতির চরিত্রে তাঁর দুর্দান্ত অভিনয় প্রশংসা কুড়োচ্ছে সবমহলে। (ছবি-ইনস্টাগ্রাম)