চেন্নাই সুপার কিংস দলের অংশ ছিলেন বাংলা ক্রিকেটার কণিষ্ক শেঠ, তার সঙ্গেই নাকি প্রেম করছেন 'দ্যুতি'।
1/8গৌরবের সঙ্গে প্রেম ভেঙেছে আগেই। এবার শ্রীমা ওরফে 'গাঁটছড়া'র দ্যুতির জীবনে এন্ট্রি নিয়েছেন অন্য কেউ। প্রেম করছেন নায়িকা, তেমনই গুঞ্জন টেলিপাড়ায়। আর শ্রীমার মনের মানুষ আবার পেশাদার ক্রিকেটার!
2/8২৫শে পা দিলেন শ্রীমা, আর অভিনেত্রীর জীবনে এখন সত্যি বসন্ত এসেছে। ঋতুরাজ তাঁর জীবনে সম্ভবত প্রেমও এনেছে! এদিন সোশ্যাল মিডিয়ায় দেওয়ালে এক সুদর্শনের সঙ্গে একান্ত রোম্যান্টিক ছবিতে ধরা দিয়েছেন শ্রীমা। সেই পুরুষ কিন্তু পরিচিত মুখ!
3/8পাহাড়ি পথে কিংবা ঘরের পছন্দের কোণে, পরস্পরের চোখে হারিয়ে যেতে দেখা গেল দুজনকে। শ্রীমার সঙ্গীর নাম কনিষ্ক শেঠ। আর তিনি পেশায় ক্রিকেটার!
4/8২০১৮ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংস দলে ছিলেন কনিষ্ক। ড্রেসিং রুম ভাগ করে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়নাদের সঙ্গে। সেইবার ট্রফিও উঠেছিল সিএসকে-র হাতে।
5/8 শ্রীমা কি সত্যি প্রেম করছেন? এই প্রশ্নের জবাবে নায়িকা বলেছেন, তাঁরা পরস্পরের ভালো বন্ধু। একসঙ্গে সময় কাটাতেও ভালোবাসেন। এই ভালোলাগা ভবিষ্যতে ভালোবাসাতে পরিণত হতে পারে, তেমন ইঙ্গিতও দিয়েছেন।
6/8শ্রীমার মুখে ভালোবাসা নয় ভালোলাগার কথা, কিন্তু যে যাই হোক ভালোলাগা যে বেশ গভীর তা তো এই ছবিগুলো বলেই দিচ্ছে। শুক্রবার মধ্যরাতে শ্রীমার দাদার বাড়িতে হাজির ছিলেন কণিষ্ক।
7/8শ্রীমার পরিবারের সঙ্গে উদযাপন করলেন নায়িকার জীবনের এই বিশেষ দিন।
8/8ছবিতে দুজনের রসায়ন চোখে পড়বার মতো। বিনোদন আর ক্রিকেট জগতের রোম্যান্স বহু পুরোনো, সেই তালিকায় এবার বোধহয় জুড়ে গেল আরও একটা নাম!