Ganesh chaturthi 2022 vastu tips: গণপতি কোন ফুলে সন্তুষ্ট, কোনদিকে মূর্তি স্থাপন করা হয়? বিঘ্ন কাটাতে বাস্তুটিপস একনজরে
Updated: 29 Aug 2022, 03:55 PM IST Sritama Mitra 29 Aug 2022 Ganesh chaturthi 2022 vastu tips, perfect flowers for Ganesh Chaturthi, Ganesh Chaturthi puja vidhi, Ganesh Chaturthi 2022, গণেশ চতুর্থী ২০২২, গণেশ চতুর্থীর বাস্তুশাস্ত্রকোনদিকে গণেশের মূর্তি বসাতে হয়- গণপতির মূর্তি সবসম... more
কোনদিকে গণেশের মূর্তি বসাতে হয়- গণপতির মূর্তি সবসময়ই পূর্ব দিকে স্থাপন করতে হয়। খেয়াল রাখতে হবে যে, গণপতির মুখ যেন কোনও মতেই দক্ষিণ দিকে না থাকে। যদি বাড়িতে সদর দরজার কাছে গণপতিকে রাখেন, তাহলে তাঁর মুখ যেন ঘরের ভিতরের দিকে হয়, সেদিকে নজর রাখতে হবে। গণপতির একাধিক মূর্তি ঘরে রাখা সঠিক নয়।
পরবর্তী ফটো গ্যালারি