Garden Reach gets order for new ships: পুজোর আগে লক্ষ্মীলাভ, গার্ডেনরিচের হাতে বিশাল বরাত, তৈরি হবে ৮টি বাণিজ্যিক জাহাজ
Updated: 20 Sep 2024, 07:50 AM ISTপুজোর আগেই গার্ডেনরিচ জাহাজ নির্মাণ সংস্থার হাতে এল বিশাল বড় বরাত। এই আবহে সব মিলিয়ে মোট ৮টি বাণিজ্যিক জাহাজ তৈরি করবে তারা। এই কাজে তাদের সঙ্গী হবে জার্মানির দু'টি সংস্থা। এর মধ্যে থেকে ৪টি হাজ তৈরির বরাত আগেই হাতে এসেছিল গার্ডেনরিচের। সম্প্রতি আরও ৪টি জাহাজ তৈরির বরাত পেল কলকাতা ভিত্তিক সংস্থাটি।
পরবর্তী ফটো গ্যালারি