বাংলা নিউজ >
ছবিঘর >
৩৭-এর গওহরের সঙ্গে ২৮-এর ইসমাইলের রাজকীয় বিয়ের রিসেপশন, দেখে নিন চোখধাঁধানো ছবি
৩৭-এর গওহরের সঙ্গে ২৮-এর ইসমাইলের রাজকীয় বিয়ের রিসেপশন, দেখে নিন চোখধাঁধানো ছবি
Updated: 26 Dec 2020, 12:24 PM IST
লেখক Priyanka Bose
করোনাভাইরাস কাঁটা হয়ে দাঁড়ায়নি এই প্রেম কাহিনিতে। বরং দু'জনের লাভ স্টোরিতে সবচেয়ে বড় অনুঘটক করোনা লকডাউন। অতিমারীর আবহে বাড়ির জিনিসপত্র কিনতে গিয়ে শুরু গওহর খান ও জায়েদ দরবারের প্রেম। আর বছর শেষের আগেই পূর্ণতা পেল এই রূপকথার গল্প। দেখে নিন ছবি -
1/10২৫ ডিসেম্বর নিকাহ সারলেন অভিনেত্রী গওহর খান ও সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবার। এদিন নিকাহর রাজকীয় রিসেপশন পার্টি হয় মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে। ছবি-বরিন্দর চাওলা
2/10প্রকাশ্যে আসে গওহর খান ও ইসমাইল দরবারের রিসেপশন লুক। চলচ্চিত্র নির্মাতা সঞ্জয়লীলা বনশালি থেকে বলিউড এবং টেলিভিশন দুনিয়ার একাধিক তারকাদের উপস্থিত থাকতে দেখা যায়।
3/10রিসেশনে গওহরকে গোল্ডেন-মেরুন মণীশ মলহোত্রার ডিজাইন করা লেহেঙ্গাতে দেখা যায়। সঙ্গে গায়ে কুন্দনের ভারী গয়না।
4/10জায়েদ দরবারকে দেখা যায় কালোর উপর গোল্ডেন ডিজাইন করা শেরওয়ানিতে। সঙ্গে মানানসই শাল। রাজকীয় বেশে পাওয়া গেল মিঁয়া-বিবিকে।
5/10এদিন বিয়ের রিসেপশনে উপস্থিত ছিলেন একঝাঁক তারকা। স্ত্রীর সঙ্গে হুসন কুওয়ারজেওয়ালা, গৌতম রোডে স্ত্রী পাঙ্খুরীর সঙ্গে, ইসমাইল দরবার এবং সঞ্জয় লীলা বনশালি। ছবি-বরিন্দর চাওলা
6/10রিসেপশন পার্টিতে ইসমাইল দরবারের পরিবারের সঙ্গে পরিচালক সঞ্জয় লীলা বনশালি। ছবি-বরিন্দর চাওলা
7/10মণীশ মলহোত্রা এবং নিগার খান রিসেপশন পার্টিতে। ছবি-বরিন্দর চাওলা
8/10সবাইকে মিষ্টি দিচ্ছেন গওহর খান সেই ছবি। ছবি-বরিন্দর চাওলা
9/10বয়সেরও বিস্তর ফারাক রয়েছে গওহর-জায়েদের। নায়িকার বয়স ৩৭, অন্যদিকে জায়েদ সবে ২৮। তবে ভালোবাসা থাকলে বয়সটা শুধুই একটা সংখ্যা তা দেখিয়ে দিলেন তাঁরা। ছবি-বরিন্দর চাওলা
10/10একঝাঁক তারকা উপস্থিত হন নবদম্পতির রিসেপশনে। ছবি-বরিন্দর চাওলা
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.