চার বছরের বিবাহবার্ষীকি কাটাতে পাহাড়ে গেলেন গৌরব-ঋদ্ধিমা। রোম্যান্টিক মেজাজে ধরা দিলেন ক্যামেরায়।
1/5২০১৭-র ২৮ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন অভিনেতা গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। আপাতত মুসৌরিতে পাহাড়ের কোলে জুটি পালন করছেন তাঁদের ৪ বছরের বিয়ের জন্মদিন। নিজেদের ট্র্যাভেল ডায়েরি থেকে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁরা। (ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম)
2/5দু'জনেই যে পাহাড় ভালোবাসেন তা তাঁদের ছবি দেখেই স্পষ্ট। রিসর্টের থেকে সূর্যাস্ত উপভোগ করার এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন গৌরব। (সৌজন্যে-ইনস্টাগ্রাম)
3/5কিছুদিন আগেই করোনায় মা-কে হারিয়েছেন ঋদ্ধিমা। তবে, পাশে থেকেছেন গৌরব পুরো সময়টা। তাই এই জুটির জন্য নিসন্দেহে ‘মাচ নিডেড ব্রেক’ এটা। (ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম)
4/5মুসৌরির জনপ্রিয় থাকার জায়গা ‘লা রিসর্ট মুসৌরি’তে রয়েছেন দম্পতি। পাহাড়ের কোলে এই রিসর্টটি মূলত জনপ্রিয় শ্বাসরোধ করা ভিউয়ের জন্য। ভাড়াও বেশ অনেকটাই। ১ রাতের জন্য গৌরব-ঋদ্ধিমাকে খরচ করতে হবে ১০-১২ হাজার টাকা। (ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম)
5/5৭ বছরের সম্পর্কের পর বিয়ে করেন এই জুটি। বিবাহবার্ষীকিতে আদুরে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়াতেই একে-অপরকে ‘ভালোবাসি’ বলেছিলেন তাঁরা। সেই পোস্টে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছিলেন অনিন্দিতা বোস, নুসরত জাহানরা। (ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম)