2/4কাজের ফাঁকে সময় বের করতে ঘুরতে ভালবাসেই এই দম্পতি। কখনো পাহাড় আবার কখনো সমুদ্র, আবার কখনো জঙ্গনে চষে বেড়াতে দেখা যায় দুজনকে। এ দিন জঙ্গল সাফারির সময় তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ঋদ্ধিমা লিখেছেন, ‘ঘুরে বেড়াই যেখানে নেটওয়ার্ক দুর্বল কিন্তু মনটা খুশিতে ভরে যায়!’
3/4মাথায় টুপি, চোখে রোদ চশমা পরে জিপে করে জঙ্গল ভ্রমণ করছেন টলি তারকা জুটি। ছবি শেয়ার করতেই নেটমাধ্যমে ভাইরাল। দিন কয়েক আগেই জঙ্গলে পাড়ি দিয়েছেন গৌরব-ঋদ্ধিমা।
4/4মধ্যপ্রদেশে পেঞ্চ ন্যাশনাল পার্কে কাটানো মুহূর্তের একাধিক ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ঋদ্ধিমা।