AMG মিডিয়া নেটওয়ার্কের উদ্দেশ্য হল মিডিয়া সম্পর্কিত ব্যবসা করা। এর মধ্যে রয়েছে প্রকাশনা, বিজ্ঞাপন, সম্প্রচার ইত্যাদি।
1/5এবার মিডিয়া ব্যবসায় প্রবেশ বিশ্বের পঞ্চম ধনীতম ব্যক্তি গৌতম আদানির। AMG মিডিয়া নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসা শুরু করছে আদানি এন্টারপ্রাইজ লিমিটেড (AEL)। (ছবি সৌজন্যে রয়টার্স) (Reuters)
2/5AMG মিডিয়া নেটওয়ার্কের উদ্দেশ্য হল মিডিয়া সম্পর্কিত ব্যবসা করা। এর মধ্যে রয়েছে প্রকাশনা, বিজ্ঞাপন, সম্প্রচার ইত্যাদি। ফাইল ছবি : রয়টার্স (MINT_PRINT)
3/5বৃহস্পতিবার এনএসইতে আদানি এন্টারপ্রাইজের শেয়ার ১.৯৭% শতাংশ বেড়ে ২,৩৮০ টাকায় ক্লোজ হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS/Amit Dave)
4/5ইতিমধ্যেই, ২৬ এপ্রিল ২০২২-এ AMG মিডিয়া নেটওয়ার্ক লিমিটেড নামে একটি সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। (ছবি সৌজন্যে রয়টার্স) (REUTERS)
5/5এপ্রিল ২০২২-এ AMG মিডিয়া নেটওয়ার্ক লিমিটেড নামে একটি WOS সংগঠিত হয়েছে। (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)