আদানি এন্টারপ্রাইজ যদি Nift 50-তে স্থান পায়, সেক্ষেত্রে এটি আদানি গ্রুপের দ্বিতীয় স্টক হবে, যা এই তালিকায় অন্তর্ভুক্ত।
1/7Nifty 50 সূচকে স্থান পেতে চলেছে আদানি গোষ্ঠীর আরও এক সংস্থা। Nifty বিশ্লেষকদের মতে, আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ সংস্থা আদানি এন্টারপ্রাইজ (AEL) শ্রী সিমেন্টকে ছাড়িয়ে যেতে পারে। স্থান পেতে পারে নিফটি 50 সূচকে। ফাইল ছবি: সমীর জানা/হিন্দুস্তান টাইমস (PTI)
2/7বর্তমানে, নিফটি 50 সূচকে ঢোকার সমস্ত শর্তই পূরণ করছে আদানি এন্টারপ্রাইজ। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আদানি এন্টারপ্রাইজ যদি নিফটি 50 সূচকে যোগ হয়, তবে সেটা একটা বড় ব্যাপার হবে। যে কোনও শেয়ারের ক্ষেত্রেই যে সেটা বড় ব্যাপার, তা বলাই বাহুল্য। ফাইল ছবি: রয়টার্স (PTI)
3/7আদানি এন্টারপ্রাইজ যদি Nift 50-এর স্থান পায়, সেক্ষেত্রে এটি আদানি গ্রুপের দ্বিতীয় স্টক হবে, যা এই তালিকায় অন্তর্ভুক্ত। ফাইল ছবি: পিটিআই (PTI)
4/7বর্তমানে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড নিফটি 50 সূচকের অংশ। ফাইল ছবি : রয়টার্স (PTI)
5/7বিশ্লেষকদের মতে, শ্রী সিমেন্টের নিফটি সূচক থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরেই নাম হিরো মোটর্সের। ফাইল ছবি : রয়টার্স (PTI)