Gautam Adani Net Worth: চলতি সপ্তাহেই মাইক্রোসফটের প্রধান বিল গেটসকে টপকে গিয়েছেন গৌতম আদানি। ফোর্বস বিলিয়নেয়ার তালিকা অনুযায়ী, গৌতম আদানি বিশ্বের চতূর্থ ধনীতম ব্যক্তি।
1/5বিলিয়নেয়ারদের নেটওয়ার্থ ওঠা-নামা করতেই থাকে। কিন্তু, কারও যদি শুধুই বিদ্যুত্ বেগে বাড়তে থাকে? এতটাই যে, বিশ্বের সবাইকে টেক্কা দিয়ে দেন? সেই অসাধ্য সাধন করেছেন গৌতম আদানি। চলতি বছর, বিশ্বের অন্য সবার তুলনায়, সর্বাধিক 'নেট ওয়ার্থ' বেড়েছে তাঁর। ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick/HT Bangla)
2/5চলতি সপ্তাহেই মাইক্রোসফটের প্রধান বিল গেটসকে টপকে গিয়েছেন গৌতম আদানি। বিল গেটস সামাজিক কাজে ২০ বিলিয়ন মার্কিন ডলার অনুদানের ঘোষণা করেন। তার পরেই নেট ওয়ার্থে তাঁকে পেরিয়ে যান গৌতম আদানি। ফাইল ছবি: ফোর্বস (Soumick/HT Bangla)
3/5ভারতের ধনীতম ব্যক্তি, গৌতম আদানির নেট ওয়ার্থ বেড়ে ১১৪ বিলিয়ন মার্কিন ডলার দাঁড়িয়েছে। বর্তমানে ফোর্বস বিলিয়নেয়ার তালিকা অনুযায়ী, গৌতম আদানি বিশ্বের চতূর্থ ধনীতম ব্যক্তি। ফাইল ছবি: ফোর্বস (Soumick/HT Bangla)
4/5চলতি বছরে এখনও পর্যন্ত গৌতম আদানির প্রায় ৩৬ বিলিয়ন মার্কিন ডলারের মোট সম্পদ বেড়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Soumick/HT Bangla)
5/5নির্মাণ, সবুজ শক্তি, ধাতু, জ্বালানি ইত্যাদি ক্ষেত্রে ব্যবসা। তার পাশাপাশি বন্দর, বিমানবন্দর অধিগ্রহণের মতো বড় পদক্ষেপ। আর তার কারণেই হু-হু করে বেড়েছে আদানি গোষ্ঠীর শেয়ার। ফাইল ছবি; হিন্দুস্তান টাইমস (Soumick/HT Bangla)