তাঁদের স্বপ্নময় বিয়ের অনুষ্ঠানের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাঁদের বিয়ের ছবিগুলি যেমন সুন্দর, ঠিক তেমনই তাঁদের প্রেমের গল্পটাও বেশ মিষ্টি।
1/5ভালবাসার কোন ভাষা নেই। দেশ, কাল, সীমানার গণ্ডি মানে না ভালবাসা। আরও একবার মিলল সেই প্রমাণ। জার্মানির এক যুবতীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বিহারের এক যুবক। তাঁদের স্বপ্নময় বিয়ের অনুষ্ঠানের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাঁদের বিয়ের ছবিগুলি যেমন সুন্দর, ঠিক তেমনই তাঁদের প্রেমের গল্পটাও বেশ মিষ্টি। ছবি : ফেসবুক (Facebook)
2/5লরিসা বেলচ নামে ওই যুবতীর জন্ম এবং বেড়ে ওঠা জার্মানিতে। বিহারের নওয়াদার সত্যেন্দ্র কুমারকে বিয়ে করেছেন তিনি। কিন্তু কীভাবে পরিচয় হল তাঁদের? ছবি : ফেসবুক (Facebook)
3/5দু'জনেই সুইডেনে গবেষণার ছাত্র ছিলেন। সত্যেন্দ্র সেখানে ত্বকের ক্যান্সারের গবেষণায় জড়িত ছিলেন। অন্যদিকে লরিসা প্রস্টেট ক্যান্সার নিয়ে গবেষণা করছিলেন। গত ২০১৯ সালে তাঁদের প্রথম আলাপ হয়। তিন বছর ধরে মনের আদান প্রদান চলে তাঁদের। এরপর বিয়ে করার সিদ্ধান্ত নেন তাঁরা। ছবি : ফেসবুক (Facebook)
5/5লরিসা জানিয়েছেন, ভারতে এসে বিয়ে করার সিদ্ধান্তটা তাঁদের দু'জনেরই। ভারতীয় সংস্কৃতি, রীতিনীতির বিষয়ে তাঁর অনেক আগ্রহ রয়েছে। 'এখানকার মানুষজন এত ভাল! আমাদের সংস্কৃতি অনেক ভিন্ন। আমি হিন্দি সেভাবে বুঝি না। তবে আপাতত সত্যেন্দ্র আমার অনুবাদক হিসাবে সাহায্য করে,' জানালেন লরিসা। ছবি : ফেসবুক (Facebook)