‘মনকষাকষি’ ভুলে গোয়ায় এক হল না কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস।
1/5‘মন কষাকষি’ ভুলে গোয়ায় তৃণমূল কংগ্রেসের হাত ধরা নিয়ে আলোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একটি মহলে তেমনই জল্পনা চলছিল। যদিও সেই জল্পনা উড়িয়ে দিল কংগ্রেস। সাফ জানিয়ে দেওয়া হল, গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের প্রশ্নই ওঠে না। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার)
2/5সোমবার রাতের দিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি ভেনুগোপাল বলেন, ‘আজকের বৈঠকে তৃণমূলের সঙ্গে সম্ভাব্য জোটের বিষয়ে রাহুল গান্ধী আলোচনা করেছেন বলে যে জল্পনা ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। আপনাদের আশ্বস্ত করছি, কংগ্রেস অত্যন্ত আত্মবিশ্বাসী যে আমরা গোয়াকে শীঘ্রই উন্নতির রাস্তায় ফিরিয়ে আনব।’ (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
3/5আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেজন্য ইতিমধ্যে গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে জোট করেছে কংগ্রেস। সেই পরিস্থিতিতে একটি মহলে জল্পনা ছড়ায়, বিজেপিকে টক্কর দেওয়ার জন্য গোয়ায় অন্যান্য বিরোধী দলের সঙ্গে জোটের বিষয়ে চিন্তাভাবনা করছে হাত শিবির। সেই বিষয়টি নিয়ে আলোচনার জন্য দিল্লিতে দেখা করেছেন রাহুল, ভেনুগোপাল এবং পি চিদম্বরম। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
4/5যদিও সোমবার রাতেই সেই জল্পনায় জল ঢেলে দেন কংগ্রেস নেতারা। (ফাইল ছবি, সৌজন্যে অমল কে এস/হিন্দুস্তান টাইমস)
5/5এমনিতে এবার গোয়া অভিযানে নেমেছে তৃণমূল কংগ্রেস। গোয়ায় গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখানে কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেছিলেন। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)