Gold and Silver price in Kolkata Today: পরপর দু'দিন সোনার দাম বৃদ্ধির পর আজ স্বস্তি, কলকাতায় আজ হলুদ ধাতুর দর কত?
Updated: 14 Jun 2024, 12:26 PM ISTগত ৮ জুন ১০ গ্রাম সোনার দাম কমেছিল ২০০ টাকা। তারপরে ৯ জুন ১৩৫০ টাকা কমেছিল সোনার দাম। এরপর ফের ১০ জুন সোনার দাম অপরিবর্তিত থাকার পরে ১১ জুন আবার ৫০ টাকা কমে সোনার দাম। তবে গতপরশু এবং গতকাল টানা দু'দিন বেড়েছিল সোনার দাম। অবশ্য আজ হলুদ ধাতুর দামে মিলেছে স্বস্তি।
পরবর্তী ফটো গ্যালারি