বাংলা নিউজ > ছবিঘর > Gold and Silver Price in Kolkata Today: বাউন্ডারি মেরে সেঞ্চুরি হাঁকাল সোনা, শনিতেও কলকাতায় ঊর্ধ্বমুখী হলুদ ধাতুর দাম

Gold and Silver Price in Kolkata Today: বাউন্ডারি মেরে সেঞ্চুরি হাঁকাল সোনা, শনিতেও কলকাতায় ঊর্ধ্বমুখী হলুদ ধাতুর দাম

গত ২৮ ও ২৯ অগস্ট পরপর দু'দিন অপরিবর্তিত থাকার পর থেকে টানা বেড়েই চলেছে সোনার দাম। গত ৩০ অগস্ট ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনর দাম বেড়েছিল ২০০ টাকা। এরপর ৩১ অগস্ট দাম বাড়ে ৪০০ টাকা। পরে ১ সেপ্টেম্বর দাম বেড়েছিল ৫০ টাকা। আর আজ, ২ সেপ্টেম্বর ফের দাম বাড়ল সোনার। আজ বেড়েছে রুপোর দামও।