Gold and Silver Rate Today: আগামিকাল (শনিবার, ২২ অক্টোবর) ধনতেরাস। তার আগেরদিন ভারতীয় বাজারে ১০ গ্রাম সোনার দাম ৫০,০০০ টাকার নীচে নেমে গেল। সস্তা হল রুপোও। আজ ভারত এবং কলকাতার বাজারে সোনা এবং রুপোর দাম কত পড়ছে, তা দেখে নিন -
1/5ধনতেরাসের আগেরদিন ভারতীয় বাজারে ৫০,০০০ টাকার নীচে নেমে গেল সোনার দাম। আজ এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ২৪৩ টাকা বা ০.৪৮ শতাংশ কমে ঠেকেছে ৪৯,৯০০ টাকায়। অর্থাৎ চলতি বছরের সর্বোচ্চ স্তরের থেকে প্রায় ৫,০০০ টাকা কম পড়ছে হলুদ ধাতুর দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/5আজ ভারতীয় বাজারে কমেছে রুপোর দামও। ৪৬৬ টাকা বা ০.৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৬,১৮৭ টাকা। বৃহস্পতিবার অবশ্য রুপোর দাম এক শতাংশের মতো বৃদ্ধি পেয়েছিল। সেখান থেকে ধনতেরাসের ঠিক আগেরদিন কমে গেল দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5কলকাতার খুচরো বাজারে শুক্রবার সোনার দাম কত? ১০ গ্রাম পাকা সোনা (২৪ ক্যারাট, ১০ গ্রাম) কিনতে ৫০,৮০০ টাকা খরচ পড়বে। সঙ্গে জিএসটি যোগ হবে। ১০ গ্রাম গয়না সোনার (২২ ক্যারাট) দাম ৪৮,২০০ টাকা পড়ছে। ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার (২২ ক্যারাট) দাম ৪৮,৯০০ টাকা। সবক্ষেত্রেই যোগ হবে জিএসটি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5আজ কলকাতার খুচরো বাজারে রুপোর দাম কত পড়ছে? আজ কলকাতায় এক কিলোগ্রাম রুপোর বাটের দাম পড়ছে ৫৬,২০০ টাকা। বাড়তি ১০০ টাকা গুনতে হবে খুচরো রুপোর ক্ষেত্রে। অর্থাৎ এক কিলোগ্রাম খুচরো রুপোর দাম ৫৬,৩০০ টাকা পড়ছে। সঙ্গে জিএসটি যুক্ত হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
5/5শুক্রবার বিশ্ব বাজারেও পড়েছে সোনার দাম। ভারতীয় সময় অনুযায়ী, সকাল ৯ টা ২৩ মিনিটে এক আউন্স স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৬২২,৬৬ ডলার। শুধু চলতি সপ্তাহেই বিশ্ব বাজারে ১.২ শতাংশের মতো কমেছে হলুদ ধাতুর দাম। তার ফলে পরপর দু'সপ্তাহে পতনের মুখে দাঁড়িয়েছে সোনা। অন্যদিকে, মার্কিন গোল্ড ফিউচার্সের দাম আজ ০.৫ শতাংশ কমে ১,৬২৯.২ ডলারে ঠেকেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)