বাংলা নিউজ > ছবিঘর > Gold Limit At Home: বাড়িতে কত গ্রাম সোনা আছে? অর্পিতার মতো হাল হবে না তো? জানুন সরকারি নিয়ম

Gold Limit At Home: বাড়িতে কত গ্রাম সোনা আছে? অর্পিতার মতো হাল হবে না তো? জানুন সরকারি নিয়ম

ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, ফ্যাশন... সবকিছুর সঙ্গেই ওতপ্রতভাবে জড়িয়ে আছে সোনা। আবার বিনিয়োগের ক্ষেত্রেও অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম সোনা। অনেকেই ইনস্টলমেন্টে সোনা কেনেন নিজের মেয়ের বিয়ের জন্য। আবার অনেকেই শখে কেনেন হলুদ ধাতু। সামনেই ধনতেরাস। ভারতজুড়ে সোনা কেনার ধুম পড়বে। আবার কয়েকদিন আগেই কলকাতার বুকে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে কোটি কোটি টাকার সোনা পাওয়া গিয়েছে। এই আবহে অনেকের মনেই প্রশ্ন, বাড়িতে কত সোনা রাখা যায়?

অন্য গ্যালারিগুলি