Gold Price Today in Kolkata: গুড রিটার্নসের আপডেট ... more
Gold Price Today in Kolkata: গুড রিটার্নসের আপডেট অনুযায়ী, মঙ্গলবার ১০ জানুয়ারি কলকাতায় ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫১,৪৫০ টাকা প্রতি ১০ গ্রাম। গতকাল দাম ছিল ৫১,৬০০/১০ গ্রাম।
1/5সামনেই মাঘ মাসের বিয়ের মরসুম। এই সময়ে অনেকেই সোনা কেনেন। নতুন বছরের শুরুতে সোনার দাম কত? এই গ্যালারিতেই পাবেন আজকের সোনার দামের আপডেট। এক নজরে দেখে নিন কলকাতায় আজ সোনার রেট কত। ফাইল ছবি: পিটিআই, পিক্সাবে (PTI, Pixabay)
2/5গুড রিটার্নসের আপডেট অনুযায়ী, মঙ্গলবার ১০ জানুয়ারি কলকাতায় ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫১,৪৫০ টাকা প্রতি ১০ গ্রাম। গতকাল দাম ছিল ৫১,৬০০/১০ গ্রাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (PTI, Pixabay)
3/5অন্যদিকে এইদিন ২৪ ক্যারাট সোনার দাম ৫৬,১৩০ টাকা প্রতি ১০ গ্রাম। গতকাল দাম ছিল ৫৬,২৯০/১০ গ্রাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI, Pixabay)
4/5এক্ষেত্রে উল্লেখ্য, বিভিন্ন দোকানে গহনা তৈরির মজুরির জন্য দামে কিছুটা পরিবর্তন হতে পারে। সেই সঙ্গে এর উপর করও প্রযোজ্য হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI, Pixabay)