Gold Price Today in Kolkata: ২৪ ক্যারাট সোনার দাম ... more
Gold Price Today in Kolkata: ২৪ ক্যারাট সোনার দাম ৫৮,৪৭০ টাকা প্রতি ১০ গ্রাম। আগের দিন দাম ছিল ৫৭,৮২০ টাকা/১০ গ্রাম।
1/7বাজেটের পরেই সর্বোচ্চ স্তরে পৌঁছে গেল সোনার দাম। বর্তমানে ৫৮,৪৭০ টাকায় পৌঁছে গিয়েছে সোনার দর। অনেকের আশঙ্কা, এভাবে বাড়তে থাকলে হয় তো ৬০,০০০ টাকাও ছুঁয়ে ফেলতে পারে সোনা। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/7গুড রিটার্নসের আপডেট অনুযায়ী, বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি কলকাতায় ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৩,৬০০ টাকা প্রতি ১০ গ্রাম। গতকাল দাম ছিল ৫৩,০০০ টাকা/১০ গ্রাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই) (PTI)
3/7অন্যদিকে এইদিন ২৪ ক্যারাট সোনার দাম ৫৮,৪৭০ টাকা প্রতি ১০ গ্রাম। আগের দিন দাম ছিল ৫৭,৮২০ টাকা/১০ গ্রাম। ফাইল ছবি- এএফপি (PTI)
4/7এক্ষেত্রে উল্লেখ্য, বিভিন্ন দোকানে গহনা তৈরির মজুরির জন্য দামে কিছুটা পরিবর্তন হতে পারে। সেই সঙ্গে এর উপর করও প্রযোজ্য হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
5/7বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি কলকাতায় রূপোর দাম দাঁড়িয়েছে ৭৪,৪০০ টাকা প্রতি কেজি। গতকাল দাম ছিল ৭৩,৩০০ টাকা/কেজি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
6/7মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির কারণে প্রভাব পড়েছে সোনার দামে। সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধির ফলে মার্কিন ডলারের দাম ৯ মাসের সর্বনিম্নে নেমে এসেছে। বৃহস্পতিবার রেকর্ড বিশ্ব বাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে সোনার দাম। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) হলুদ ধাতু এখন ৫৮,৮২৬ টাকায় বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে, স্পট গোল্ড আউন্স প্রতি ১,৯৫১.৭৯ ডলারে পৌঁছে গিয়েছে। ২০২২ সালের এপ্রিলের পর থেকে এটি সর্বোচ্চ দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (PTI)
7/7MCX-এ সোনা ও রূপোর দাম বৃদ্ধির কারণ কী? এই বিষয়ে বাজার বিশেষজ্ঞ সুগন্ধা সচদেবা বলেন, '২০২৩ সালের বাজেটে রূপো বার এবং দ্রব্যের উপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে এটি সোনা এবং প্ল্যাটিনামের দ্রব্য এবং বারের সম পর্যায়ে এসে যাচ্ছে। আমদানি শুল্কও বাড়ানো হয়েছে। রূপোর উপর বর্তমানে আমদানি শুল্ক ৭.৫%। সেখান থেকে বাড়িয়ে ১০% করা হয়েছে। ৫% কৃষি ও পরিকাঠামো সেস। এর পাশাপাশি, সিলভার ডোরে শুল্ক ৬% থেকে বাড়িয়ে ১০% করা হয়েছে। ফলে মোট ১৪.৩৫% শুল্ক দাঁড়াচ্ছে। সামগ্রিকভাবে মূল্যবান ধাতু(সোনা/রৌপ্য/প্ল্যাটিনাম) দিয়ে তৈরি গহনা এবং জিনিসপত্রের ক্ষেত্রে আগের যেখানে ২০% শুল্ক বসত, এখন সেখানে ২৫% আমদানি শুল্ক বসবে।' ফাইল ছবি: পিক্সাবে (PTI)