1/7ছয় বছরে সবার্ধিক বার্ষিক পতনের সাক্ষী থাকল সোনা। চলতি বছর ভারতে সোনার দাম চার শতাংশের মতো কমেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/7শুক্রবার বাজার বন্ধের সময় এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ১৯৮ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৮,০৮৩ টাকা। আপাতত রেকর্ড দরের থেকে ৮,১০০ টাকার মতো কম আছে হলুদ ধাতু। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/7বিশেষজ্ঞদের মতে, আপাতত এমসিএক্স সূচকে ৪৭,৫০০ টাকার স্তরে জোরালো সমর্থন পাচ্ছে সোনা। সেই পরিস্থিতিতে স্বল্পকালীন সময়ের জন্য যাঁরা লগ্নি করবেন, তাঁরা ৪৭,৮০০ টাকা থেকে ৪৭,৯০০ টাকার স্তরে সোনা কিনতে পারবেন। কারণ শীঘ্রই ১০ গ্রাম সোনার দাম ৪৯,৩০০ টাকা থেকে ৪৯,৫০০ টাকার স্তরে পৌঁছে যেতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/7বিশেষজ্ঞদের বক্তব্য, গত ১৫ দিনে মার্কিন ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার যে গতিপ্রকৃতি থেকেছে, সেজন্যই ১০ গ্রাম সোনার দাম ৪৯,০০০ টাকার স্তরে পৌঁছাতে পারেনি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
5/7যাঁরা স্বল্পকালের জন্য বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য সোনা কেনার এটাই ভালো সুযোগ। কারণ নয়া বছরে মার্কিন ডলারের চাহিদা বৃদ্ধি পাবে মনে করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/7আইআইএফএল সিকিউরিটিজের কমোডিটি অ্যান্ড কারেন্সি ট্রেডের ভাইস-প্রেসিডেন্ট অনুজ গুপ্তা জানান, আগামী এক মাসে ১০ গ্রাম সোনার দাম ৪৯,৩০০ টাকায় পৌঁছে যেতে পারে। যদি স্পট মার্কেটে সোনার উত্থান জারি থাকে, নয়া বছরের মার্চের মধ্যে ১০ গ্রাম সোনার দাম ৫১,০০০ টাকা ৫১,৫০০ টাকার স্তরে পৌঁছে যেতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/7বিশেষজ্ঞদের মত ব্যক্তিগত। তা হিন্দুস্তান টাইমস বাংলার মত নয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)