জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্ব আছে বুধের। যে গ্রহের রাশি পরিবর্তনের ফলে শেয়ার বাজার, আর্থিক অবস্থা এবং ব্যবসার মতো ক্ষেত্রে লাভবান হবেন। তার ফলে আগামী ২ জুলাই পর্যন্ত লাভবান হবেন একাধিক রাশির জাতকরা। আপাতত যে গ্রহ মেষ রাশিতে আছেন। সেই তালিকায় কারা আছেন, তা দেখে নিন -
1/3মেষ রাশি- মেষ রাশির জাতকরা লাভবান হচ্ছেন। সাহস বাড়বে। ব্যবসার ক্ষেত্রে বড় চুক্তি হতে পারেন। আচমকা হাতে টাকা আসবে। এমন একটা জায়গা থেকে অর্থ পাবেন, যা কখনও প্রত্যাশিত ছিল না। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ পেতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/3কর্কট রাশি- কর্কট রাশির লাভবান হবেন। আয় বাড়বে। যাঁরা ব্যবসা করেন, তাঁরা ভালো ফল পাবেন। নয়া গাড়ি কিনতে পারেন। পরিবারের সহযোগিতা পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/3সিংহ রাশি- ব্যবসায় উন্নতি হবে। তার ফলে ভবিষ্যতে লাভবান হবেন। বুধের রাশি পরিবর্তনের ফলে কেরিয়ারে সাফল্য লাভ করবেন। নয়া চাকরির প্রস্তাব পেতে পারেন। বদলি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)