বাংলা নিউজ >
ছবিঘর > Google Chrome: ৮ বছর পর লোগো পাল্টে যাচ্ছে! আপনি জানতেন?
Google Chrome: ৮ বছর পর লোগো পাল্টে যাচ্ছে! আপনি জানতেন?
Updated: 08 Feb 2022, 11:33 AM IST
HT Bangla Correspondent
বিভিন্ন অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি এই মডিফিকেশন করা হয়েছে। সম্পূর্ণ UI অভিজ্ঞতাতেই বদল আনা হয়েছে।
1/5Chrome-এর লোগো পরিবর্তন করেছে Google। দীর্ঘ ৮ বছর পর আসছে এই বদল। ফাইল ছবি : রয়টার্স (Twitter)2/5ডিজাইনার এলভিন হু জানিয়েছেন, এর ফলে একেবারে আধুনিক ইউজার এক্সপেরিয়েন্স পাবেন ব্যবহারকারীরা। ছবি : টুইটার (Twitter)3/5এলভিন হু জানিয়েছেন, বিভিন্ন অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি এই মডিফিকেশন করা হয়েছে। সম্পূর্ণ UI অভিজ্ঞতাতেই বদল আনা হয়েছে। ছবি : টুইটার (Twitter)4/5ইতিমধ্যেই রোল আউট করেছে নয়া লোগো। গত ৪ ফেব্রুয়ারি থেকে এই নতুন লোগোর আপডেট আসছে। তবে মেন ভার্সানে এখনও আসেনি। ছবি : টুইটার (Twitter)5/5আপাতত Chrome Canary(ডেভলপার ভার্সান)-তে এই আপডেট এসেছে। ফাইল ছবি : রয়টার্স (Twitter) অন্য গ্যালারিগুলি