প্রেমে পড়ছেন সন্দীপ্তা রায়। কাকে মন দিয়েছেন এই জনপ্রিয় টেলি নায়িকা? জোর ফিসফিসানি শুরু টেলিপাড়ায়।
1/6টলিপাড়ায় এই মুহূর্তে ব্রেক-আপের ছড়াছাড়ি। এর মাঝেই জানা গেল নতুন খবর। প্রেমে পড়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। আর সিঙ্গল নন টেলিপাড়ার ‘দুর্গা’। সন্দীপ্তার মনের মানুষও টলিউডের অন্দরের পরিচিত মুখ। (ছবি-ফেসবুক)
2/6টলিপাড়ার অন্যতম সুন্দরী অভিনেত্রীর ব্যক্তিগত জীবন হামেশাই থেকেছে লাইমলাইটে। একটা সময় পর্দায় সুন্দীপ্তা-রাহুলের সম্পর্ক ছিল সুপারহিট। বাস্তবেও প্রেম করছেন তাঁরা, এমন রটনাও কম শোনা যায়নি।
3/6যদিও সন্দীপ্তা-রাহুল বরাবর প্রকাশ্যে প্রেমের কথা অস্বীকার করেছেন, তাঁদের কথায় ‘আমরা বন্ধু’। সে সব যাই হোক, নতুন সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস সন্দীপ্তা তেমনটাই কানাঘুষো টেলিপাড়ায়।
4/6সন্দীপ্তার প্রেমিক কে? এই সময় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে প্রণয় ডোরে আবদ্ধ সন্দীপ্তা। জানা যাচ্ছে এক নামী ওটিটি প্ল্যাটফর্মের চিফ অপারেটিং অফিসার সৌম্য। সম্প্রতি ‘দ্য একেন’ সিরিজের সৃজনশীল প্রযোজনার দায়িত্বও সামলেছেন। এই প্রযোজনা সংস্থার সঙ্গে সন্দীপ্তার বহু পুরোনো সম্পর্ক। দুর্গা সিরিয়ালটিও এই প্রযোজনা সংস্থার আওতায় তৈরি।
5/6বেড়াতে ভালোবাসেন সন্দীপ্তা। সদ্যই ফিলিপিন্সে ঘুরতে গিয়েছিলেন নায়িকা। সঙ্গে ছিল বন্ধুরা। সেই দলে ছিলেন সৌম্য। নায়িকাকে যারা চেনেন তাঁরা জানেন কোনওরকম হঠকারিতায় বিশ্বাসী নন সন্দীপ্তা।
6/6নিজের প্রেম সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি সন্দীপ্তা বা সৌম্য, তাঁরা গোপন কথাটি আপতত গোপনেই রেখেছেন। তবে এই সব খবর কী আর চাপা থাকে! এই সম্পর্কের দিকে নজর থাকবে টেলিপাড়ার।