2/5নীল রঙের প্রিন্টেড শাড়ি পরেছিলেন দেবলীনা। আর গৌরব পরেছিলেন নীল রঙের ট্র্যাডিশনাল কুর্তা। জামাইষষ্ঠীতে পোশাকে টুইনিং করেছিলেন কর্তা-গিন্নি।
3/5দেবলীনা নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন ছবিখানা!
4/5দেবলীনার মা দেবযানী কুমার এদিন পঞ্চব্যঞ্জন সাজিয়েছিলেন গৌরবের জন্য। মেনুতে ছিল ভাত, ডাল, আলুভাজা, বিভিন্ন ধরনের ভাজা, পোলাও, ডাব চিংড়ি, মাংস, দই, চাটনি, মিষ্টি।
5/5বছর কয়েক প্রেম করার পর ধুমধাম করে বিয়ে করেন দেবলীনা আর গৌরব ২০২০ সালে। আপাতত ‘গাঁটছড়া’ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা মিলছে গৌরবের। তীরন্দাজ শবরে দেখা মিলবে দেবলীনার।