Fact Check on Liquor pipeline issue: মদের পাইপলাইন নিয়ে এই ভ্রান্ত তথ্যে বিশ্বাস করে ফেললেই ঠকবেন! জানুন আসল ঘটনা
Updated: 22 Jul 2022, 05:58 PM IST'বেশি আশা করবেন না।' এই বার্তা দিয়েই একটি মিম পোস্ট করে পিআইবি নিজের বক্তব্য তুলে ধরে। জানিয়ে দেয় ওই পাইপলাইন সংক্রান্ত পোস্ট ভ্রান্ত। এর আগে যে পোস্ট নিয়ে বিতর্ক দানা বাঁধো তাতে হিন্দিতে লেখা থাকে যে প্রধানমন্ত্রীর দফতরে ১১০০০ টাকা জমা দিলেই ঘরে পৌঁছে যাবে মদের পাইপলাইন।
পরবর্তী ফটো গ্যালারি