বাংলা নিউজ >
ছবিঘর >
Fact Check on Liquor pipeline issue: মদের পাইপলাইন নিয়ে এই ভ্রান্ত তথ্যে বিশ্বাস করে ফেললেই ঠকবেন! জানুন আসল ঘটনা
Fact Check on Liquor pipeline issue: মদের পাইপলাইন নিয়ে এই ভ্রান্ত তথ্যে বিশ্বাস করে ফেললেই ঠকবেন! জানুন আসল ঘটনা
Updated: 22 Jul 2022, 05:58 PM IST
লেখক Sritama Mitra
'বেশি আশা করবেন না।' এই বার্তা দিয়েই একটি মিম পোস্ট করে পিআইবি নিজের বক্তব্য তুলে ধরে। জানিয়ে দেয় ওই পাইপলাইন সংক্রান্ত পোস্ট ভ্রান্ত। এর আগে যে পোস্ট নিয়ে বিতর্ক দানা বাঁধো তাতে হিন্দিতে লেখা থাকে যে প্রধানমন্ত্রীর দফতরে ১১০০০ টাকা জমা দিলেই ঘরে পৌঁছে যাবে মদের পাইপলাইন।
1/5এমন তথ্য দেখে আনন্দে উচ্ছ্বাস ধরে রাখাটা সুরাপ্রেমীদের পক্ষে কঠিন! একথা ঠিকই। তবে আনন্দের চোটে এমন তথ্যে বিশ্বাস করলে ফেললেই কিন্তু বিপদ। সোশ্যা মিডিয়া মারফৎ এমন বহু তথ্য ছড়িয়ে পড়ে প্রায়ই যা আসলে ভ্রান্ত। এমনই একটি পোস্ট ঘিরে কেন্দ্র জানাল আসল ঘটনা।
2/5সদ্য প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে একটি ভ্রান্ত পোস্ট নিয়ে সতর্কতা জারি করেছে। পিআইবির ফ্যাক্ট চেকিং সেকশন জানিয়েছে, মদের পাইপলাইন সংযোগ নিয়ে যে তথ্য ঘুরপাক খাচ্ছে তা ভ্রান্ত। জেনে নেওয়া যাক কোন তথ্য ইদানিং সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেতে শুরু করেছে।
3/5এক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়, খুব শিগগির ভারত সরকার মদের পাইপলাইন সংযোগ নিয়ে আসছে। টুইটারে এই পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে থাকে। তারপরই জানা গিয়েছে যে এই পোস্ট সম্পূর্ণ রূপে ভ্রান্ত। আর এই তথ্য উঠে আসার পরই পিআইবি জানিয়ে দেয় যে এই তথ্য নিয়ে বেশি উচ্ছ্বাসের প্রয়োজন নেই। কারণ এটি ভ্রান্ত পোস্ট।
4/5'বেশি আশা করবেন না।' এই বার্তা দিয়েই একটি মিম পোস্ট করে পিআইবি নিজের বক্তব্য তুলে ধরে। এর আগে যে পোস্ট নিয়ে বিতর্ক দানা বাঁধো তাতে হিন্দিতে লেখা থাকে যে প্রধানমন্ত্রীর দফতরে ১১০০০ টাকা জমা দিলেই ঘরে পৌঁছে যাবে মদের পাইপলাইন।
5/5পোস্টে এমনও লেখা থাকে যে টাকা জমা দেওয়ার একমাস পরে বাড়িতে পৌঁছে যাবে মদের পাইপলাইনের সংযোগ। বসানো হবে মিটার। যেভাবে ব্যবহার হবে সেই অনুযায়ী প্রতি মাসে আসবে বিল। এমন তথ্যে অনেকেই বিশ্বাস করেছিলেন। তবে এই তথ্য সম্পূর্ণ ভ্রান্ত।