এই পরিকল্পনার মূলে সেই সময় নাগাদ টিকার সরবরাহ বৃদ্... more
এই পরিকল্পনার মূলে সেই সময় নাগাদ টিকার সরবরাহ বৃদ্ধি।
1/7করোনার বিরুদ্ধে লড়াইয়ে এখন অন্যতম বড় অস্ত্র টিকাকরণ। উত্পাদন, সরবরাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই টিকাকরণেই সর্বশক্তি নিয়োগ করতে চাইছে কেন্দ্র সরকার। আগামী জুলাই মাসের মাঝামাঝি নাগাদ দিনে ১ কোটি ভারতীয়কে করোনা টিকার লক্ষ্য নিয়ে এগোচ্ছে মোদী সরকার। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/7এই পরিকল্পনার মূলে অবশ্য সেই সময় নাগাদ টিকার সরবরাহ বৃদ্ধি। ভারতের সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ডের উত্পাদন সেই সময় নাগাদই শিখরে পৌঁছবে। অন্যদিকে উত্পাদন বাড়বে কোভ্যাক্সিনেরও। ফাইল ছবি: পিটিআই (PTI)
3/7তবে শুধু তাই নয়, এই একই সময়ে পুরোদমে চালু হয়ে যাবে রুশ করোনা টিকা স্পুটনিক-V-র প্রয়োগ। ফাইল ছবি: পিটিআই (PTI)
4/7ওয়াকিবহাল মহলের হিসাব অনুযায়ী, তিন ধরনের টিকা মিলিয়ে মোট ২০ কোটি ডোজ করোনা টিকার সরবরাহ হতে পারে জুলাই মাসে। তুলনাস্বরূপ, মে মাসে ৭.৯ কোটি করোনা টিকার সরবরাহ হয়েছে দেশে। জুন মাসে সেই সংখ্যাটা ১২ কোটি হওয়ার কথা। ফাইল ছবি: পিটিআই (PTI)
5/7তবে, বাড়তে পারে সেই সংখ্যাও। ফাইজার এবং মডার্নার করোনা টিকাও সেই সময়ে ভারতের বাজারে প্রবেশ করে যেতে পারে। ফলে, টিকার সরবরাহ আরও কিছুটা বাড়বে। ফাইল ছবি: পিটিআই (PTI)
6/7করোনা টিকাকরণের ন্যাশানাল টাস্ক ফোর্সের প্রধান এন কে আরোরা জানান, 'অগস্ট নাগাদ আমাদের কাছে হাতে ২০-২৫ কোটি করোনা টিকা আসবে। আর সেই কারণেই দিনে ১ কোটি ভারতীয়কে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছি আমরা।' ফাইল ছবি: পিটিআই (PTI)
7/7এখনও পর্যন্ত দেশে ২১ কোটি ৬০ লক্ষেরও বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। ফাইল ছবি: পিটিআই (PTI)