বুধবারই টেলিকম সংস্থাদের এয়ারওয়েভ বরাদ্দ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্র। এর ফলে, শীঘ্রই ভারতে আসতে পারে বহু প্রতীক্ষিত 5G নেটওয়ার্ক।
1/5আগামী ২৬ জুলাই থেকে 5G এয়ারওয়েভ নিলাম। বুধবারই ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী ৮ জুলাইয়ের মধ্যে আগ্রহী সংস্থাদের চূড়ান্ত দরপত্রের আহ্বান করা হয়েছে। ছবি সৌজন্যে: টুইটার (Reuters)
2/5সরকার প্যান-ইন্ডিয়া ভিত্তিতে 5G এয়ারওয়েভের (3300-3600MHz ব্যান্ড) বেস প্রাইস ৩১৭ কোটি টাকা নির্ধারণ করেছে। (ছবিটি প্রতীকী, পিটিআই) (Reuters)
3/5বুধবারই টেলিকম সংস্থাদের এয়ারওয়েভ বরাদ্দ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্র। এর ফলে, শীঘ্রই ভারতে আসতে পারে বহু প্রতীক্ষিত 5G নেটওয়ার্ক। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
4/5সরকার জানিয়েছে, ২০ বছরের মেয়াদসহ মোট 72097.85 মেগাহার্টজ স্পেকট্রাম নিলাম করা হবে। দেশের তিনটি প্রধান ক্যারিয়ার, ভোডাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স Jio তাতে অংশ নেবে বলে মনে করা হচ্ছে। দরপত্রদাতাদের ১০ বছর পর স্পেকট্রাম সারেন্ডার করার অপশনও দেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
5/5সরকার জানিয়েছে, 5G পরিষেবার ইন্টারনেট স্পিড অনেক বেশি দ্রুত হবে। 5G এখনকার 4G-র চেয়ে প্রায় ১০ গুণ বেশি দ্রুত হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)