'কো-উইন পোর্টাল থেকে কোনও ডেটা ফাঁস হয়নি। নাগরিকদ...
more
'কো-উইন পোর্টাল থেকে কোনও ডেটা ফাঁস হয়নি। নাগরিকদের ডেটা এই ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ এবং সুরক্ষিত,' বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
1/5CoWIN পোর্টাল থেকে ডেটা ফাঁসের রিপোর্ট খারিজ করল কেন্দ্র। এই সরকারি ওয়েবসাইটটি দেশে কোভিড টিকাকরণ পরিচালনায় ব্যবহৃত হয়। ফাইল ছবি : মিন্ট (Reuters)
2/5'কয়েকটি মিডিয়া রিপোর্টে কো-উইন পোর্টালে সংরক্ষিত ডেটা অনলাইনে ফাঁস হয়েছে বলে দাবি করা হয়। কো-উইন পোর্টাল থেকে কোনও ডেটা ফাঁস হয়নি। নাগরিকদের ডেটা এই ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ এবং সুরক্ষিত,' বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (Reuters)
3/5'কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এই সংবাদের সম্পর্কে তদন্ত করবে। প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী এই দাবিটি সঠিক নয়। কো-উইন কারও ঠিকানা বা RT-PCR পরীক্ষার ফলাফল সংগ্রহ করে না,' উল্লেখ করা হয়েছে। ফাইল ছবি : কোউইন (Reuters)
4/5কয়েক মাস আগে কো-উইন পোর্টালের তথ্য ফাঁস হচ্ছে বলে একাধিক খবর প্রকাশিত হয়েছিল। ফাঁস হওয়া তথ্য 'রেইড ফোরাম' নামে একটি ওয়েবসাইটে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (Reuters)
5/5হ্যাকারদের করা একটি পোস্টে ২০ হাজার জনেরও বেশি ভারতীয়র ব্যক্তিগত ডেটা রয়েছে বলে দাবি করা হয়। ডেটা হিসাবে নাম, বয়স, লিঙ্গ, মোবাইল নম্বর, ঠিকানা, তারিখ এবং কোভিড রিপোর্টের ফলাফল আছে, এমনটাই বলা হয়। ফাইল ছবি : রয়টার্স (Reuters)