তবে এ বছর সামান্য বাড়ানো হয়েছে সিট। এ বছর ১,০১১টি... more
তবে এ বছর সামান্য বাড়ানো হয়েছে সিট। এ বছর ১,০১১টি সিট।
1/5ভারত তথা বিশ্বের অন্যতম কঠিন প্রবেশিকা UPSC। শুধুমাত্র বুদ্ধি, স্মৃতিশক্তি ও অধ্যাবসায়ই নয়। ব্যক্তিত্ব ও হার না মানা মনোভাবেরও চূড়ান্ত মাপকাঠি UPSC-র প্রবেশিকা। আর এই প্রবেশিকার অন্যতম চ্যালেঞ্জিং বিষয় হল এর সীমিত সংখ্যক সিট। ফাইল ছবি : এএনআই (ANI Photo/ Ishant)
2/5গত ৬ বছর ধরে UPSC-তে ১,০০০-এরও কম সিট থাকছিল। এদিকে পরীক্ষার্থী লক্ষ লক্ষ। ফলে মাত্র কয়েক পয়েন্টের এদিক-ওদিকে IAS, IPS-এর দৌড় থেকে ছিটকে যান প্রার্থীরা। ফাইল ছবি : পিটিআই (ANI Photo/ Ishant)
3/5তবে এ বছর সামান্য বাড়ানো হয়েছে সিট। এ বছর ১,০১১টি সিট। যদিও তাতে প্রতিযোগিতায় প্রভাব পড়বে না বলেই মত পরীক্ষার্থীদের। ফাইল ছবি : এএনআই (ANI Photo/ Ishant)
4/5কিন্তু কেন বাড়ানো হল সিট? ফাইল ছবি : এএনআই (ANI Photo/ Ishant)
5/5সম্প্রতি ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সিস্টেমে (IRMS) গ্রুপ 'এ' অফিসারও UPSC-র মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই এই বাড়তি সিট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে কেশব সিং/হিন্দুস্তান টাইমস) (ANI Photo/ Ishant)