বাংলা নিউজ >
ছবিঘর > গাড়ির গায়েই এবার ফিটনেস, রেজিস্ট্রেশনের চিহ্ন থাকবে! আসছে নয়া নিয়ম
গাড়ির গায়েই এবার ফিটনেস, রেজিস্ট্রেশনের চিহ্ন থাকবে! আসছে নয়া নিয়ম
Updated: 03 Mar 2022, 07:51 PM IST
Soumick Majumdar
মোটর সাইকেলের ক্ষেত্রে, সেটি সহজেই দেখা যাবে, এমন কোনও অংশে লাগাতে হবে।
1/5ফিটনেস সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশনের চিহ্ন থাকবে গাড়ির গায়েই। নয়া নিয়মের খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। ছবি(এডিটেড): পিটিআই (PTI)2/5মোটর সাইকেলের ক্ষেত্রে, সেটি সহজেই দেখা যাবে, এমন কোনও অংশে লাগাতে হবে। ফাইল ছবি : পিটিআই (PTI)3/5ভারী, মাঝারি এবং হালকা পণ্য বা যাত্রীবাহী যানবাহনের ক্ষেত্রে, উইন্ড স্ক্রিনের বাম দিকের উপরের কোনে এই চিহ্ন প্রদর্শিত হবে। ফাইল ছবি : এএনআই (PTI)4/5অটোরিকশা, ই-রিকশা, ই-কার্ট এবং কোয়াড্রসাইকেলের ক্ষেত্রে, এটি উইন্ড স্ক্রিনের বাম দিকের উপরের প্রান্তে লাগাতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (PTI)5/5এরিয়াল বোল্ড ফন্টে নীল ব্যাকগ্রাউন্ডের উপর হলুদ রঙে লিখতে হবে। ছবি : টুইটার (PTI) অন্য গ্যালারিগুলি