লক্ষ্য লক্ষ্য ছোট দোকান ও উপভোক্তাদের আমাজন ও ফ্লিপকার্টের মতো প্ল্যাটফর্মের অপশন প্রদান করাই এই উদ্যোগের লক্ষ্য।
1/5ভারতে নির্মিত ই-কমার্স নেটওয়ার্কের মাধ্যমেই ব্যবসার প্রসার। দীপাবলির মধ্যেই দেশের ১০০টি শহরে ই-কমার্স নেটওয়ার্কচালু করার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। ফাইল ছবি: টুইটার (Twitter)
2/5লক্ষ্য লক্ষ্য ছোট দোকান ও উপভোক্তাদের আমাজন ও ফ্লিপকার্টের মতো প্ল্যাটফর্মের অপশন প্রদান করাই এই উদ্যোগের লক্ষ্য। ফাইল ছবি: টুইটার (Twitter)
3/5শুক্রবার কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল এই ওপেন সোর্স সিস্টেমের পরীক্ষামূলক লঞ্চের ঘোষণা করেন । শুক্রবার বেঙ্গালুরুতে ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (ONDC) এবং রেজিস্ট্রির আইটি অ্যাপ্লিকেশনের বিটা লঞ্চ হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
4/5প্রাথমিকভাবে বেঙ্গালুরুতে স্বল্প সংখ্যক খুচরা বিক্রেতা এবং গ্রাহকদের কভার করা হবে। প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত দু'জন ব্যক্তি সূত্রে এই খবর মিলেছে।(ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
5/5আগামী ছয় মাসে [অক্টোবর ২০২২-এর মধ্যে] ১০০টি শহরের জন্য এর এন্ড-টু-এন্ড টেস্টিং করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)