1/9গত ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বার পর থেকেই সেলিব্রেশনের মুডে গৌরব-দেবলীনা। থামছে না নবদম্পতির বিয়ের উত্সব। বৌভাতের পর সঙ্গীত নাইটের পর মঙ্গলবার বসল গৌরব-দেবলীনার বিয়ের শানদার পার্টির আসর। (ছবি-ইনস্টাগ্রাম)
2/9মঙ্গলবার পিসি চন্দ্র গার্ডেনে বসেছিল এই গ্র্যান্ড পার্টির আসর। বিয়ের অন্য সকল অনুষ্ঠানে সাবেকি সাজে পাওয়া গেলেও পার্টির জন্য ওয়েস্টার্ন পোশাক বেছে নিয়েছিলেন জুটি। এদিন সাদা গাউনে পরীর বেশে দেখা মিলল অভিনেত্রী-নৃত্যশিল্পী দেবলীনা কুমারের, অন্যদিকে প্যান্ট-স্যুটে পাওয়া গেল গৌরবকে। (ছবি-ফেসবুক)
3/9ক্যাথোলিক গাউনে ভারী মিষ্টি লাগল দেবলীনাকে। এক মুহূর্তকে স্ত্রীকে কাছছাড়া করলেন না গৌরব। সারাক্ষণ নতুন বউকে আগলে রাখলেন পর্দার মথুরবাবু। (ছবি-ফেসবুক)
4/9গৌরবের ক্যামেরায় বন্দি দেবলীনা, হাসির কমতি নেই নতুন বউয়ের মুখে। তাঁর আঙুলের হীরের আংটি জ্বলজ্বল করল রাতের অন্ধকারে।