গাল ভরা সাদা দাড়ি। বয়সের তুলনায় বুড়োটে চেহারা। এ কী দশা বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির! লকডাউনের সময়ে নিজেকে এক প্রকার সব কিছুর থেকে সরিয়ে রেখেছিলেন। সেই সময়কার ছবি প্রকাশ্যে এসেছে। যা দেখে চমকে গিয়েছেন ধোনির ভক্তরা।
1/6গত বছর লকডাউনে নিজেকে একেবারে সব কিছু থেকে সরিয়ে রেখেছিলেন ধোনি। তার পর তো ক্রিকেট থেকেও অবসরের কথা ঘোষণা করেন। অনেকেই মনে করছেন, ক্রিকেটকে বিদায় জানাতে গিয়েই মনের সঙ্গে চূড়ান্ত দ্বন্ধ চলেছে তাঁর। সেই কারণেই নাকি এমন দশা হয়েছিল বিশ্বকাপজয়ী অধিনায়কের।
2/6ধোনি বরাবরই একটু শান্ত স্বভাবের। তা হলেও ওঁর মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাব রয়েছে, চোখে-মুখে একটা আত্মবিশ্বাসের ছোঁয়া থাকে সব সময়, যেটা দলের প্রত্যেককে অনুপ্রাণিত করে থাকে। হঠাৎ করে মাঝের সময়টা ধোনির মধ্যে থেকে সেই স্বতঃস্ফূর্ত, চনমনে ভাবটাই উধাও হয়ে গিয়েছিল।
3/6গত বছর আইপিএল থেকেই ধোনির ফর্ম পড়ে গিয়েছিল। হয়তো সেটাই তাঁর সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে গিয়েছিল। আইপিএলের পরেই তো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ধোনি।
4/6এ বার অবশ্য চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হয়েই আইপিএল খেলেছেন। মাঠে তাঁকে আবার পুরনো মেজাজেই পাওয়া গিয়েছে।