GST on SEBI Fee: শেয়ার বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সিকিউরিটিজ মার্কেটে লেনদেনকারী ব্যক্তিদের নিয়ন্ত্রক সেবির চার্জ করা ফি-র উপর ১৮ শতাংশ জিএসটি দিতে হবে এখন থেকে। নতুন করের হার সোমবার থেকে কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া।
1/4বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সমস্ত প্রতিষ্ঠান শেয়ার বাজারে তাদের সিকিউরিটিজ তালিকাভুক্ত করতে ইচ্ছুক, অন্যান্য ব্রোকার এবং সিকিউরিটিজ মার্কেটে লেনদেনকারী ব্যক্তিদের জানানো হচ্ছে যে সেবিকে দেওয়া ফি এবং অন্যান্য চার্জগুলি জিএসটি (পণ্য ও পরিষেবা কর) এর অধীন পড়বে। ১৮ শতাংশ হারে ১৮ জুলাই থেকে এই কর কার্যকর করা হবে।
2/4এদিকে চেক ইস্যু করার জন্য ব্যাঙ্কগুলি যে ফি নেয়, তার উপরেও জিএসটি ধার্য করা হবে।
3/4১,০০০ টাকা প্রতি দিনের কম রেটের হোটেল রুমের উপর ১২ শতাংশ জিএসটি আরোপ করা হবে এখন থেকে।
4/4আইসিইউ বাদে, রোগীপিছু দৈনিক ৫,০০০ টাকার বেশি রুম ভাড়ার ক্ষেত্রে হাসপাতালকে ৫ শতাংশ হারে কর দিতে হবে(ইনপুট ট্যাক্স ক্রেডিট ছাড়া)।