মাত্র তিম কোটি টাকায় গুজরাট টাইটানস দলে নিয়েছিল ডেভিড মিলারকে। নিজের ব্যাটিং পারফরমেন্স দিয়ে গুজরাটারে জন্য পয়সা ওসুল পারফরমেন্স করে দেখিয়েছেন তিনি। ১৬ ম্যাচে ৪৮১ রান করেছেন। অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেছেন। বলা যেতে পারে ২০২২ আইপিএল-এ গুজরাটের সবথেকে ভালো ডিল হয়েছে ডেভিড মিলার।
1/4রাহুল তেওয়াটিয়াকে ৯ কোটি টাকায় নিয়েছিল গুজরাট টাইটনস। সেই টাকা যেন নিজের পারফরমেন্স দিয়ে তুলে দিয়েছেন রাহুল তেওয়াটিয়া। নিজের ছক্কা, চারের বন্যাতে টাকা বসুল হয়েগেছে গুজরাটের। ১৬ ম্যাচে ১২ ইনিংসে ব্যাট করে ২১৭ রান করেছেন রাহুল তেওয়াটিয়া। যার মধ্যে রয়েচে অপরাজিত ৪৩ রানের ইনিংস। (ছবি-এএনআই) (ANI )
2/4যশ দয়ালও গুজরাটের জন্য ভালো একটা ডিল। যশ দয়ালের জন্য ৩ কোটি ২০ লক্ষ টাকা খরচ করেছিল গুজরাট। তিনি ৯ ম্যাচ খেলে ১১ উিকেট নিয়ে সেই অর্থ যেন তুলে দিয়েছেন। গুজরাট চ্যাম্পিয়ন হওয়ার পিছনে যশ দয়ালের বড় ভূমিকা রয়েছে। (ছবি-পিটিআই) (ANI )
3/4মহম্মদ শামির জন্য ৬ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করেছিল গুজরাট টাইটানস। সেই অর্থ যেন তুলেই দিয়েছেন বাংলা তথা ভারতীয় পেস বোলার মহম্মদ শামি। ১৬ ম্যাচ মোট ২০ উইকেট শিকার করেছেন তিনি। KKR,LSG ও RCB- র বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্স করেছিলেন তিনি। (ছবি-পিটিআই) (ANI )
4/4মাত্র তিম কোটি টাকায় গুজরাট টাইটানস দলে নিয়েছিল ডেভিড মিলারকে। নিজের ব্যাটিং পারফরমেন্স দিয়ে গুজরাটারে জন্য পয়সা ওসুল পারফরমেন্স করে দেখিয়েছেন তিনি। ১৬ ম্যাচে ৪৮১ রান করেছেন। অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেছেন। বলা যেতে পারে ২০২২ আইপিএল-এ গুজরাটের সবথেকে ভালো ডিল হয়েছে ডেভিড মিলার। (ছবি-এএনআই) (ANI )