বাংলা নিউজ > ছবিঘর > GT vs CSK: মজার বোলিং ভঙ্গি, লঙ্কার প্রথম আনক্যাপড প্লেয়ার হিসেবে IPL অভিষেকে নজির পথিরানার

GT vs CSK: মজার বোলিং ভঙ্গি, লঙ্কার প্রথম আনক্যাপড প্লেয়ার হিসেবে IPL অভিষেকে নজির পথিরানার

ক'দিন আগেই যুব বিশ্বকাপ মাতিয়ে আসা শ্রীলঙ্কার পেসার মাথিসা পথিরানার চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলে অভিষেক হয় রবিবার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিরুদ্ধে সিএসকে প্রথম বার মাঠে নামায় ১৯ বছরের বোলার বোলিং অ্যাকশন হুবহু লসিথ মালিঙ্গার মতো। যে কারণে, তাঁকে নতুন মালিঙ্গা নামে ডাকা হচ্ছে।