মুখটা কিন্তু এখনও একই আছে। একটু ভালো করে দেখলেই পারবেন চিনতে।
1/5বলিউডের এক নামী অভিনেত্রীর খুদে বয়সের ছবি এটা। দেখুন তো ভালো করে দেখে বড় বয়সের মুখের সঙ্গে কোনও মিল খুঁজে পান কি না! কোনও গডফাদার ছাড়াই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন এই নায়িকা। শাহরুখ, আমির, সলমন তিন খানের সঙ্গেই কাজ করে ফেলেছেন। এখনও বোঝেননি? শেষ ক্লু, ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ক্যাপ্টেনের স্ত্রী তিনি!
2/5ঠিকই ধরেছেন কথা হচ্ছে বলিউডের নায়িকা অনুষ্কা শর্মাকে নিয়ে। শুধু অভিনেত্রী হিসেবে নয়, প্রযোজক হিসেবেও নিজের নাম করেছেন। যদিও মেয়ে হওয়ার পর প্রযোজনার কুর্সি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। ‘রব নে বনা দি জোড়ি’, ‘ব্যান্ড বাজা বারাত’, ‘যব তক হ্যায় জান’, ‘পিকে’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘সুই ধাগা’-র মতো ছবিতে কাজ করে নাম কামিয়েছেন তিনি। সঙ্গে বিরাট কোহলির সঙ্গে তাঁর প্রেম-বিয়ে নিয়েও কম চর্চা হয় না।
3/5মিডিয়া রিপোর্ট অনুসারে ২০২২ সালে দাঁড়িয়ে অনুষ্কা ২৭০ কোটির মালিক। আর এই আয়ের বেশিরভাগটাই এসেছে বিজ্ঞাপনে কাজ করে ও নানা আর্থিক বিনিয়োগের মাধ্যমে। খবর বলছে, ছবির জন্য এখন ৭-৯ কোটি টাকা নেন অনুষ্কা। বছরে ১৩-১৫ কোটি আয় করেন অভিনেত্রী।
4/5১৯৮৮ সালের ১ মে উত্তরপ্রদেশের অযোধ্যায় জন্ম অনুষ্কার। তবে বড় হন আর্মি পরিবারে ব্যাঙ্গালুরুতে। মাত্র ১৮ বছর বয়সে কেরিয়ার শুরু করেন মডেলিং-এর মাধ্যমে ল্যাকমে ফ্যাশন উইকে। এরপর ২০০৮ সালে বলিউডে পা রাখা।
5/5২০১৭ সালে বিয়ে হয় বিরাট কোহলির সঙ্গে। ২০২০ সালে জন্ম হয় মেয়ে ভামিকার। কেরিয়ার থেকে এই সময় ছোট্ট ব্রেক নিয়েছিলেন তিনি। তবে খুব জলদি ফিরবেন ‘চাকদাহ এক্সপ্রেস’ দিয়ে। যা বাংলার মেয়ে, ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক।