'বিজনেস রিফর্ম অ্যাকশান প্ল্যান ২০২০' কতটা বাস্তবায়িত হয়েছে, তা জরিপ করতে সমীক্ষা চালায় কেন্দ্র। তৈরি করা হয় 'ইজ অফ ডুইং বিজনেস' তালিকা। সেই ব্যবসার উচ্চাকাঙ্খা শীর্ষক তালিকায় প্রথম স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ।
1/5ব্যবসা-বাণিজ্যের উচ্চাকাঙ্খার নিরিখে দেশে এক নম্বরে পশ্চিমবঙ্গ। বাংলার আগ্রহ, প্রচেষ্টা, লক্ষ্য অন্য সমস্ত রাজ্যের তুলনায় বেশি। পশ্চিমবঙ্গ সরকার নয়, এমনটা বলছে খোদ কেন্দ্রীয় সরকারই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট) (Reuters)
2/5'বিজনেস রিফর্ম অ্যাকশান প্ল্যান ২০২০' কতটা বাস্তবায়িত হয়েছে, তা জরিপ করতে সমীক্ষা চালায় কেন্দ্র। তৈরি করা হয় 'ইজ অফ ডুইং বিজনেস' তালিকা। সেই ব্যবসার উচ্চাকাঙ্খা শীর্ষক তালিকায় প্রথম স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) (Reuters)
3/5তবে ব্যবসার সেরা পরিবেশের তালিকায় প্রথম স্থান পেয়েছে গুজরাট। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
4/5গুজরাট দেশের মোট ভৌগোলিক এলাকার ৬% জুড়ে বিস্তৃত। মোট জনসংখ্যার ৫%। এদিকে তারাই দেশের মোট আয়ে (GDP) ৮% এবং শিল্প উৎপাদনে ১৮% অবদান রাখে। এর মূলে রয়েছে গুজরাটিদের উদ্যোগী, ব্যবসা ও বাণিজ্যের দক্ষতা। এমনটাই বলছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। ফাইল ছবি: টুইটার (Reuters)
5/5গুজরাট ছাড়াও, দেশের মধ্যে ছয়টি রাজ্যে- অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটক, পঞ্জাব, তেলেঙ্গানা এবং তামিলনাড়ু ব্যবসা করার সুবিধার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)