Gujarat Assembly Elections 2022: সোমবার দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ হতে চলেছে গুজরাট। ৯৩ বিধানসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ হবে। তারপর আগামী বুধবার (৮ ডিসেম্বর) ভোটের ফলাফল ঘোষণা করা হবে। সোমবারের বিধানসভা ভোট সংক্রান্ত তথ্য দেখে নিন -
1/5সোমবার (৫ ডিসেম্বর) গুজরাটের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় ভোটগ্রহণ হতে চলেছে। ১৪ টি জেলার ৯৩ টি আসনে ভোটগ্রহণ হবে - আমদাবাদ, গান্ধীনগর, মেহসানা, পাটন, বনাসকাঁঠা, সবরকাঁথা, আরাভেলি, মহীসাগর, পঞ্চমহল, দাহোদ, ভদোদরা, আনন্দ, খেদা এবং ছোটো উদয়পুর। (ছবি সৌজন্যে এপি)
2/5দ্বিতীয় দফায় একেবারে হেভিওয়েট ভোটাররা ভোট দিতে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোট দেবেন। আমদাবাদের একটি হাইস্কুলের ভোটকেন্দ্রে ভোট দেবেন মোদী। শহরের নারানপুরা এলাকায় ভোট দেবেন শাহ। তাছাড়া সোমবার ভোট দেবেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান, ভারতীয় দলের তারকা অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া। (ছবি সৌজন্যে এপি)
3/5হেভিওয়েট প্রার্থী: সোমবার গুজরাটের বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের ভাগ্যপরীক্ষা হবে। ভাদগাম থেকে লড়াই করবেন বিজেপির প্রার্থী হার্দিক প্যাটেল। যে আসনে লড়াই করছেন জিগনেশ মেওয়ানি। ছোটো উদয়পুর থেকে লড়াই করবেন কংগ্রেসের সুখরাম রাথাভা। (ছবি সৌজন্যে এপি)
4/5ভোটদানের জন্য রবিবার আমদাবাদে আসেন মোদী। সন্ধ্যায় আমদাবাদ বিমানবন্দরে অবতরণ করেন। তারপর গান্ধীনগরের বাড়িতে গিয়ে শতায়ু মা হীরাবেনের সঙ্গে দেখা করেন মোদী। মায়ের আশীর্বাদ নেন। প্রায় ৪৫ মিনিট মায়ের সঙ্গে কাটিয়ে গান্ধীনগরে রাজ্য বিজেপির সদর দফতরে পৌঁছান। সেখানে আগে থেকেই হাজির ছিলেন শাহ। (ছবি সৌজন্যে পিটিআই)
5/5গত ১ ডিসেম্বর গুজরাটে প্রথম দফায় ভোটগ্রহণ হয়েছিল। সেই দফায় মাত্র ৬৩.১৪ শতাংশ ভোট পড়েছিল। যা ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে ছিল ৬৮ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছিল নর্মদা জেলায় (৭৮.২৪ শতাংশ)। সবথেকে কম ভোট পড়েছিল সৌরাষ্ট্র এলাকার বোটাডে (৫৭.৫৮ শতাংশ)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)