বৃহস্পতিবার ভাগ্যপরীক্ষা রবীন্দ্র জাদেজার স্ত্রীর। বিপরীতে যদিও তাঁর শ্বশুর ও ননদ।
1/5 জামনগর উত্তর বিধানসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী সমাকর্মী তথা রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা। তবে কেকওয়াক হবে না তাঁর পক্ষে জেতা। কারণ পরিবারের মধ্যেই আছে কড়া বিরোধিতা।
3/5 জাদেজার স্ত্রী যদিও সেটা গায়ে মাখছেন না তিনি। তাঁর স্পষ্ট কথা এটা আদর্শের লড়াই। পরিবারের মধ্যে কোনও বিভাজন নেই। যেই দলকে যে সমর্থন করে তাঁর হয়ে সে প্রচার করছে।
4/5 তাঁর শ্বশুর ও ননদের বিরুদ্ধে স্বামীর যে সাহায্য তিনি পাচ্ছেন সেটাও জানান রবীন্দ্র জাদেজা। তাঁর স্পষ্ট কথা হল যে স্বামী ও তিনি একেবারেই একসঙ্গে সব কাজ করেন। তাঁদের অস্তিত্ব আলাদা নয়, কার্যত অভিন্ন। দুজনেই একই আদর্শে বিশ্বাসী বলে জানান রিভাবা।
5/5 অন্যদিকে নিজের স্ত্রী-কে পুরোদস্তুর সমর্থন করছেন রবীন্দ্র জাদেজা। তাঁর কথায়, রিভাবার সমাজসেবার দিকে ঝোঁক ছিল, সেজন্যই রাজনীতিতে আসা। এবারের ভোটে দাঁড়িয়ে সে অনেক কিছু শিখবে বলেই মনে করেন ভারতীয় অলরাউন্ডার।