Gujarat Exit Poll Results 2022: দু'দফায় (১ ও ৫ ডিসেম্বর) গুজরাটের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হল। যে রাজ্যে মোট বিধানসভা কেন্দ্রের সংখ্যা হল ১৮২। আগামী বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ভোটগণনা হবে। তার আগে আজ বুথফেরত সমীক্ষার ফল সামনে এল। গুজরাটের বুথফেরত সমীক্ষা দেখুন একনজরে --
1/7নিউজ২৪ এবং টুডে'স চাণক্যের বুথফেরত সমীক্ষা: ১৫০ টি আসন পেতে পারে বিজেপি। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১৯ টি আসন। আপ পেতে পারে ১১ টি আসন। অন্যান্যদের ঝুলিতে দুটি আসন যেতে পারে। (ছবি সৌজন্যে রয়টার্স)
2/7ইন্ডিয়া টু'ডে+অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা: বিজেপি জিততে পারে ১২৯ থেকে ১৫১ টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১৬ থেকে ৩০ টি আসন। নয় থেকে ২১ টি আসনে জিততে পারে আম আদমি পার্টি। (ছবি সৌজন্যে এপি)
3/7টাইমস নাও-ইটিজি বুথফেরত সমীক্ষা: গুজরাটে ১৩১ টি আসনে জিততে পারে বিজেপি। ৪১ টি আসনে জিততে পারে কংগ্রেস। আপের ঝুলিতে যেতে পারে ছ'টি আসন। চারটি আসন যাবে নির্দলদের ঝুলিতে। (ছবি সৌজন্যে অজয় আগরওয়াল/হিন্দুস্তান টাইমস)
4/7রিপাবলিক-পি মার্কের বুথফেরত সমীক্ষা: গুজরাটের বিধানসভা নির্বাচনে বিজেপি ১২৮-১৪৮ টি আসনে জিততে পারে। ৩০-৪২ টি আসনে জিততে পারে কংগ্রেস। আম আদমি পার্টি (আপ) জিততে পারে দুটি থেকে ১০ টি আসন। নির্দল প্রার্থীরা সর্বোচ্চ তিনটি আসন পেতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
5/7দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্লোবাল স্টাডিজের বুথফেরত সমীক্ষা: গুজরাটে মোট বিধানসভা আসনের সংখ্যা ১৮২। বিজেপি ১৬৭ টি আসনে জিততে পারে (প্রাপ্ত ভোটের হার ৫৪.৫ শতাংশ)। কংগ্রেস চারটি আসনে জিততে পারে (১৫ শতাংশ)। ১১ টি আসন জিততে পারে আম আদমি পার্টি (আপ) (১৫.৮ শতাংশ)। নির্দলরা কোনও আসন পাবে না। তবে ১০ শতাংশের মতো ভোট পাবে। (ছবি সৌজন্যে রয়টার্স)
6/7সতর্কীকরণ: বুথফেরত সমীক্ষার ফলাফল যে হুবহু মিলে যাবে, এমন কোনও নিশ্চয়তা নেই। অতীতে দেখা গিয়েছে যে ফলাফল প্রকাশের পর পুরো বুথফেরত সমীক্ষার হিসাব ওলট-পালট হয়ে গিয়েছে। (ছবি সৌজন্যে পিটিআই)
7/7গুজরাটে মোট বিধানসভা আসনের সংখ্যা ১৮২। ম্যাজিক ফিগার হল ৯২। ২০১৭ সালের বিধানসভা ভোটে ৯৯ টি আসনে জিতেছিল বিজেপি। ৭৭ টি আসনে জিতেছিল কংগ্রেস। এনসিপি একটি আসনে জিতেছিল। ভারতীয় ট্রাইবাল পার্টির ঝুলিতে দুটি আসন গিয়েছিল। নির্দলদের ঝুলিতে গিয়েছিল তিনটি আসন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)