CNG-র দাম কমার পর কেজি প্রতি গড়ে ৬-৭ টাকা সাশ্রয় হবে ক্রেতাদের। PNG-র ক্ষেত্রেও ৫-৬ টাকা করে বাঁচবে।
1/5PNG ও CNG-তে ১০ শতাংশ VAT হ্রাস। সোমবার চমকপ্রদ ঘোষণা করল গুজরাট সরকার। ফাইল ছবি: ব্লুমবার্গ (HT_PRINT)
2/5পেট্রোলের দামের ট্র্যাকার mypetrolprice.com অনুযায়ী আহমেদাবাদে CNG-র দাম ৮৩.৯ টাকা। অন্যদিকে গান্ধীনগরে ৮২.১৬ টাকা প্রতি কিলোগ্রাম। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
3/5CNG-র দাম কমার পর কেজি প্রতি গড়ে ৬-৭ টাকা সাশ্রয় হবে ক্রেতাদের। PNG-র ক্ষেত্রেও ৫-৬ টাকা করে বাঁচবে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
4/5চলতি বছরেই বিধানসভা নির্বাচন। তার আগেই এই ঘোষণা। তবে নির্বাচন কমিশন এখনও গুজরাটের নির্বাচনের তারিখ জানায়নি। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
5/5প্রসঙ্গত, গত ৮ অক্টোবর নয়াদিল্লিতে রান্নাঘরের পাইপ সরবরাহ করা সিএনজি এবং রান্নার গ্যাসের দাম ৩ টাকা করে বাড়ানো হয়েছিল। আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই মূল্য বৃদ্ধি। ফাইল ছবি: এপি (HT_PRINT)