টি-টোয়েন্টিতে যখন কোনও বোলার আট নম্বরে বল পান, তখন বেশি ওভার পড়ে থাকবে না, সেটাই স্বাভাবিক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুলবদিন নায়েক যখন বল পান, তখন সেটা একাদশ ওভার ছিল। তারপর যেটা হল, সেটা ইতিহাস। বিশ্বকাপে ইতিহাস গড়লেন গুলবদিন। কী কী রেকর্ড গড়লেন?
1/6 ততক্ষণে সাতজন বোলার ব্যবহার করে ফেলেছিলেন রশিদ খান। তারপরও ২০ ওভারের ম্যাচে নিজের অষ্টম বোলারের হাতে বল তুলে দেন আফগানিস্তানের অধিনায়ক। আর সেই অষ্টম বোলারই যে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবেন, তা সম্ভবত কেউই ভাবতে পারেননি। কিন্তু সেটাই হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ওভারে ২০ রান দিয়ে চার উইকেট নেন গুলবদিন নায়েব। আউট করেন মার্কাস স্টইনিস, টিম ডেভিড, গ্লেন ম্যাক্সওয়েল এবং প্যাট কামিন্সকে। (ছবি সৌজন্যে এপি)
2/6 সেই দুর্দান্ত বোলিং স্পেলের সুবাদে আফগানিস্তানকে যেমন ঐতিহাসিক জয় এনে নেন গুলবদিন, তেমনই ব্যক্তিগত রেকর্ডও গড়ে ফেলেন। কারণ একদিনের বিশ্বকাপ এবং ২০ ওভারের বিশ্বকাপ মিলিয়ে প্রথম বোলার হিসেবে আট নম্বরে বল করতে এসে চারটি উইকেট নিলেন। তাঁর আগে বিশ্বের কোনও বোলার সেই কাজটা করতে পারেননি। (ছবি সৌজন্যে এপি)
3/6 টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসেও নজির গড়েছেন গুলবদিন। সাত নম্বর বা তার পরে বোলিং করে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোনও বোলার দুটি উইকেটের বেশি নিতে পারেননি। কিংসটাউনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই কাজটাই করেছেন আফগানিস্তানের তারকা। যিনি ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন। (ছবি সৌজন্যে এপি)
4/6 আর অষ্টম বোলার হিসেবে বোলিং করা সত্ত্বেও চারটি উইকেট তুলে নিয়ে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও একটি ইতিহাস তৈরি করেছেন গুলবদিন। তাঁর আগে কোনও বোলারই আট নম্বরে বল করতে এসে একটির বেশি তুলতে পারেননি। সেখানে একাদশ ওভারে প্রথম হাতে পেয়েই বাজিমাত করেছেন গুলবদিন। (ছবি সৌজন্যে পিটিআই)
5/6 অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাদশ ওভারে গুলবদিনকে বল দেন রশিদ। তৃতীয় বলেই স্টইনিসকে আউট করে অস্ট্রেলিয়ার জুটি ভেঙে দেন। নিজের দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলে (১২.২ ওভার) ড্রেসিংরুমে ফেরত পাঠিয়ে দেন টিম ডেভিডকে। তৃতীয় ওভারের চতুর্থ বলে (১৪.৪ ওভার) ম্যাক্সওয়েলকে আউট করেন। যিনি করেন ৫৯ রান। আর তারপর নিজের চতুর্থ ওভারের তৃতীয় বলে (১৬.৩ ওভার) কামিন্সকে বোল্ড করে অজিদের কফিনে শেষ পেরেক পুঁতে দেন। (ছবি সৌজন্যে ICC)
6/6 টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় সেরা বোলিংয়ের নজিরও গড়েছেন গুলবদিন। সেই তালিকার শীর্ষে আছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ২০১৪ সালের বিশ্বকাপে ১১ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন। গুলবদিন দুইয়ে আছেন। তিনে আছেন শাদাব খান। ২০২১ সালে তিনি ২৬ রানে চার উইকেট নিয়েছিলেন। (ছবি সৌজন্যে ICC)